Aryan Khan

Shah Rukh Khan: আরিয়ানের জন্মদিন কাটিয়ে দীপিকার সঙ্গে উড়ে যাবেন বাদশা, গন্তব্য স্পেন

আগামী মাসের শুরুর দিকে স্পেনে যাবেন শাহরুখ। সেখানেই কিছু অচেনা এলাকায় ‘পাঠান’-এর দু’টি গানের দৃশ্যের শ্যুটিং হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৩:৩১
Share:

আরিয়ানের জন্মদিন কাটিয়ে দীপিকার সঙ্গে কাজে ফিরবেন শাহরুখ

২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’-এর। কিন্তু মাঝপথে মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর সমস্ত ছবির কাজে সাময়িক ভাবে ইতি টানেন ‘বাদশা’। ছেলের সঙ্গেই স্বস্তি ফিরেছে বাড়িতে। এ বার তাই কাজেও ফিরছেন কিং খান। ‘পাঠান’ ছবির শ্যুটিংয়ে আগামী মাসের শুরুর দিকে স্পেনে উড়ে যাবেন শাহরুখ।

Advertisement

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর পাশাপাশি দক্ষিণী পরিচালক আতলির হিন্দি ছবির শ্যুটিংয়ের কাজও বন্ধ করেছিলেন শাহরুখ। আরিয়ান জেলবন্দি থাকাকালীন বলিপাড়ার সূত্রে খবর এসেছিল, ছেলের সমস্যা মিটলে তবেই কাজে ফিরবেন বলিউডের বাদশা। সূত্রের দাবি, শাহরুখ আগেই জানিয়েছিলেন, ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন তিনি। এই কয়েকটা দিন কাটাবেন নিজের পরিবারের সঙ্গে।

তা-ই হল। সূত্রের খবর, ছবির কাজ শুরু করার তারিখ নিয়ে কথাবার্তা এগিয়েছে। ‘পাঠান’ ছবির দু’টি গানের দৃশ্যের শ্যুটিং হবে স্পেনের বিভিন্ন এলাকায়। লোকেশন হিসেবে এমন কয়েকটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে আগে কোনও বলিউড ছবির শ্যুটিং হয়নি। অচেনা জায়গাগুলি পর্দায় তুলে আনতে চেষ্টা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। স্পেনের এ দিক-সে দিক দীপিকার সঙ্গে পর্দা-প্রেমের উদযাপনে মাতবেন শাহরুখ।

Advertisement

কিং খানকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৭ সালের ‘জিরো’ ছবিতে। কথা ছিল, ২০২২ সালের ১৫ অগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি। সেই সব পরিকল্পনা ভেস্তে গিয়েছিল শাহরুখ-পুত্র এনসিবি-র হাতে গ্রেফতার হওয়ার পর। এ বার ফের ছন্দে ফিরলেন বাদশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement