Shah Rukh Khan

Shah Rukh Khan: নজরবন্দি ‘মন্নত’, আরিয়ানকে বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে দেবেন শাহরুখ খান?

আরিয়ান যখন জেলবন্দি ছিলেন, সে সময়ে শাহরুখ এবং গৌরী তাঁদের বন্ধুদের ‘মন্নত’-এ এসে দেখা না করার অনুরোধ জানিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৬:৩০
Share:

আরিয়ানকে কোথায় পাঠাবেন শাহরুখ

সংবাদমাধ্যমের নজরবন্দি ‘মন্নত’! খান পরিবারের ছোট ছোট হেলদোলেরও খবর রাখছেন সাংবাদিকরা। আরিয়ানের গ্রেফতারের পর থেকেই শাহরুখ খানের বাড়ির সামনে অনুরাগীদের ঢল। শাহরুখ-পুত্র জামিন পেয়ে বা়ড়ি ফেরার পর থেকে ভিড় বেড়েছে আরও। এই পরিস্থিতিতেই মুম্বইয়ের সংবাদমাধ্যমের খবর, ছেলেকে ‘মন্নত’ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাবেন শাহরুখ-গৌরী খান।

আরিয়ান জেলবন্দি থাকাকালীন শাহরুখ এবং গৌরী বন্ধুদের ‘মন্নত’-এ এসে দেখা না করার অনুরোধ জানিয়েছিলেন। কেবল সলমন খানকেই বার বার দেখা গিয়েছে শাহরুখের বা়ড়িতে। জামিন পেয়ে বাড়ি ফেরার পর এই নিষেধাজ্ঞা উঠেছে বটে কিন্তু তাঁদের ব্যক্তিগত পরিসরে বার বার ঢুকে পড়ছেন মানুষ। সম্ভবত সেই কারণেই আরিয়ানকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। শুধু তা-ই নয়, আরিয়ানের মানসিক পরিস্থিতির কথা ভেবেও শাহরুখ-গৌরী এই পদক্ষেপ করছেন বলে দাবি সূত্রের।

Advertisement

পারিবারিক সূত্রের খবর, দীপাবলি উদ্‌যাপনের পরে আরিয়ানকে শাহরুখের আলিবাগের বাগান বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সূত্রের কথায়, ‘‘শাহরুখ চাইছেন, ছেলে কয়েক দিন একটু নিরিবিলিতে থেকে আতঙ্ক কাটিয়ে ফিরুক।’’ যদিও দীপাবলির আগে পর্যন্ত সে খবরে সিলমোহর পড়ার উপায় নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement