Jawan Update

ফুলের মালা পরিয়ে, দুধ ঢেলে ‘জওয়ান’ বরণ! বলিউডের বাদশাকে আপন করে নিল চেন্নাই

রজনীকান্তের মতো মেগাতারকার জন্য এমন উন্মাদনা দেখায় দক্ষিণ ভারত। ছুটির ঘণ্টা বেজে যায় স্কুল, কলেজ, এমনকি অফিস-কাছারিতেও। এই প্রথম এক বলিউড তারকার ছবিমুক্তি ঘিরে এতটা উৎসাহী চেন্নাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৬
Share:

দক্ষিণ ভারতেও ‘জওয়ান’ ঘিরে তুঙ্গে উন্মাদনা। ছবি: সংগৃহীত।

নিজেদের সংস্কৃতি, সিনেমা এবং তারকাদের প্রায় চোখে হারান দক্ষিণ ভারতীয় দর্শক। গোটা দেশের বলিউডের আবেদনের সঙ্গে তুলনা টানলে দক্ষিণ ভারতে তেমন ভাবে জায়গা পায় না বলিউডের ছবি। মায়ানগরীতে বলিউড তারকাদের নিয়ে যে উন্মাদনা, দক্ষিণ ভারতে গেলে তাঁদের চারপাশে তেমন ভিড় দেখা যায় না। সেই চেনা ছবির ভিড়ে ব্যতিক্রম ‘জওয়ান’। শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। অ্যাটলি পরিচালিত এই ছবির মাধ্যমেই বলিউডের বাদশা থেকে দক্ষিণের দর্শক এবং অনুরাগীদের নয়নের মণি হয়ে উঠলেন শাহরুখ। ‘জওয়ান’-এর মুক্তি ঘিরে চেন্নাইয়ে দর্শক এবং অনুরাগীদের উন্মাদনা তারই প্রমাণ।

Advertisement

এত দিন রজনীকান্তের ছবি মুক্তি পেলে প্রায় থমকে যেত দক্ষিণ ভারত। ছুটি ঘোষণা করা হত স্কুল-কলেজে। এমনকি, অফিস থেকেও কাজ গুটিয়ে বেরিয়ে পড়তেন কর্মীরা। থালাইভার ছবি বলে কথা, এর থেকে বড় উদ্‌যাপন আর কী-ই বা হতে পারে! কমল হাসন, ধনুষ, অল্লু অর্জুন, বিজয়, যশের মতো তারকাদের নিয়েও উন্মাদনার খামতি নেই দক্ষিণী সিনেপ্রেমীদের মধ্যে। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন শাহরুখও। ‘জওয়ান’ ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার আগে প্রেক্ষগৃহের সামনে রাখা বিশালাকার শাহরুখের পোস্টারে ফুলের মালা পরালেন অনুরাগীরা। শুধু তাই-ই নয়, শাহরুখের ওই পোস্টারের সামনে ধরলেন দুধও। ‘জওয়ান’-কে রীতিমতো বরণ করে আপন করে নিলেন দক্ষিণী অনুরাগীরা। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল সেই ভিডিয়ো।

৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগুর মতো দক্ষিণী ভাষাতেও মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। শাহরুখ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতি। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অ্যাটলির পরিচালনার পাশাপাশি নয়নতারা এবং বিজয়কে নিয়েও উৎসাহিত দক্ষিণী দর্শকেরা। ফলে, দক্ষিণ ভারতে আরও বেশি সাড়া পাচ্ছে ‘জওয়ান’। পাশাপাশি, উন্মাদনার নিরিখে পিছিয়ে নেই মায়ানগরীও। মুম্বইয়ের ‘গেইটি গ্যালাক্সি’-তে আতশবাজি নিয়ে হাজির হয়েছিলেন বাদশার অনুরাগীরা। ‘জওয়ান’-এর প্রথম দিনের প্রথম শোয়ের আগে বাজি ফাটিয়েই প্রেক্ষাগৃহে পা রেখেছেন তাঁরা। ‘জওয়ান’ মুক্তির দিন মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমে গিয়েছিল দর্শক ও অনুরাগীদের। তাঁদের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ নিজেও। সমাজমাধ্যমের পাতায় তাঁদের উদ্‌যাপনের ভিডিয়ো দেখার জন্য সারা রাত জেগে ছিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় তাঁদের মেসেজের উত্তর দিতে গিয়ে নিজেই এ কথা জানিয়েছেন শাহরুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement