অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ
তিনি বলিউডের বেতাজ ‘বাদশা’। হিন্দি ছবিতে কয়েক দশক ধরে দাপটে রাজত্ব করছেন শাহরুখ খান। ত্রিশ বছর আগে শূন্য পকেটে দিল্লি থেকে মুম্বইয়ে পা রাখা তরুণ আজ সাফল্যের শিখরে। আরব সাগরের পারে সাতমহলা বাড়ি। বাড়ির সামনে দাঁড়ানো সারি সারি দামি গাড়ি। কিন্তু জানেন কি, এ হেন শাহরুখকেও বিপর্যস্ত করে ছেড়েছিল অর্থসঙ্কট?
ঝুলিতে অগুনতি হিট ছবি। সাফল্যের শিখরে থেকেও কঠিন পরিস্থিতি এড়াতে পারেননি কিং খান। বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পরেও এক সময়ে নাকি পকেটে কানাকড়িও ছিল না। প্রায় পথে বসতে চলেছিলেন অভিনেতা। সে কথা অনেকেরই অজানা।
মুম্বই সংবাদমাধ্যমের খবর, ‘রা-ওয়ান’ ছবিতে প্রায় কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শাহরুখ। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। বিপুল বিনিয়োগের পরে ছবিটির এমন চূড়ান্ত ব্যর্থতায় এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যায় কিং খানের। প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছিলেন। চরম কঠিন সময়ের পরে বিস্তর কাঠখড় পুড়িয়ে হারানো জায়গা ফেরত পান অভিনেতা। পায়ের তলায় ফেরে শক্ত জমি।
আপাতত শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ডাংকি’র শ্যুটিংয়ে। এ ছাড়াও ২০২৩-এ মুক্তি পাবে ‘পাঠান’এবং ‘জওয়ান’।