Shah Rukh Khan

ভুল করেও গৌরীকে বিয়ে করবেন না! কী কারণে এমন সতর্কবাণী শুনতে হয়েছিল শাহরুখকে?

“আসলে আমাকে দেখে গৌরীর দয়া হয়। তাই ও বিয়েটা করেছে”, এক সাক্ষাৎকারে বলেছিলেন শাহরুখ খান নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:০৯
Share:

শাহরুখ খান এবং গৌরী খান। ছবি: সংগৃহীত।

১৯৯১ সালের ২৫ অক্টোবর। বিয়ে করেছিলেন তাঁরা। তাঁরা, শাহরুখ খান এবং গৌরী ছিব্বর। তখনও তারকা হয়ে ওঠেননি। বরং নেহাতই এক ‘স্ট্রাগলিং অ্যাক্টর’ শাহরুখ। আর গৌরী তো পাদপ্রদীপের আলোয় কোথাও নেই। কিন্তু আজ ২৫ বছর পরে বদলে গিয়েছে ছবিটা। বলি টাউনের তাঁরা প্রথম সারির দম্পতি। যাবতীয় প্রচারের আলো তাঁদের চারপাশে আবর্তিত। পাশাপাশি তাঁদের প্রেমকাহিনিও এখন শিরোনামে। ধর্মের ফারাক ছিল প্রথমে। সেটা বিয়ে করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল এক সময়। তবে সে সব প্রতিকূলতা পেরিয়ে গৌরীর প্রতি নিজের আনুগত্য বজায় রেখেছেন শাহরুখ। যদিও জীবন ঝড়ঝাপটা এসেছে। সামলে নিয়েছেন দু’জনে।

Advertisement

কিন্তু একটা সময় ছিল যখন গৌরীকে বিয়ে করার জন্য বার বার শাহরুখকে নিষেধ করেছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর শুভানুধ্যায়ীরা।

একটা সময় ধারণা ছিল নায়ক-নায়িকারা বিয়ে করলে পর্দায় তাঁদের চাহিদা কমে যাবে। শাহরুখ সে সময় নিজের অভিনয় জীবন ঠিক মতো শুরুই করেননি। আগেভাগেই বিয়ে করে সংসারী হবেন! প্রযোজকরা নায়কের এমন ইচ্ছের কথা শুনেই সতর্ক করেন। নিষেধ করেন এখনি বিয়ে করতে। তাঁরা সতর্ক করেন বিয়ে করলে প্রভাব পড়বে তাঁর কেরিয়ারে।

Advertisement

কিন্তু কারও কথা শোননি বাদশাহ। বার বার গৌরীর প্রতি নিজের ভালবাসার কথা বলেছেন তিনি। শাহরুখ সেই তাঁর শুভাকাঙ্ক্ষীদের বলেন, “প্রযোজকেরা বলেছিলেন সিঙ্গল নায়কদের অনুরাগী সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।” বেশ কয়েক বছর আগে প্রীতি জ়িন্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আসলে আমাকে দেখে গৌরীর দয়া হয়। ভাবে মাকেও হারিয়ে ফেলেছি। তাই ও বিয়েটা করেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement