Shahrukh Khan

Shah Rukh Khan-Kajol: বড়পর্দায় আবার জুটি বাঁধছেন শাহরুখ খান আর কাজল?

ভক্ত-অনুরাগীদের আনন্দ দিতে এ টুকু করতেই পারেন কর্ণ জোহর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১২:৫৯
Share:

স্বর্ণযুগের সেই জুটি!

বহু প্রতীক্ষার পর স্বর্ণযুগের সেই জুটি! শাহরুখ খান আর কাজলকে নাকি আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। সৌজন্যে কর্ণ জোহরের ছবি ‘রকি আউর রানি কি প্রেম কহানি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ।
সেখানে শাহরুখ আর কাজলের বিশেষ উপস্থিতিও থাকছে। আসলে ভক্ত-অনুরাগীদের আনন্দ দিতে এ টুকু করতেই পারেন কর্ণ জোহর। কারণ, শাহরুখ আর কাজল দু’জনেই যে তাঁর খুব কাছের মানুষ।

Advertisement

শোনা যাচ্ছে, একটা কোনও গানের দৃশ্যে বা নাটকীয় দৃশ্যের মাঝখানে হঠাৎ দেখা দেবেন শাহরুখ-কাজল। তবে যা ব্যস্ততা, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়ক তাঁর ‘সিমরান’এর সঙ্গে কতটুকু সময় শ্যুট করতে পারবেন, তা সন্দেহ। কথা আছে, মোটে এক দিনেই মুম্বইয়ে শ্যুটিং সারবেন কিং খান। তবে তাতেই যে দর্শকদের মাতিয়ে দেবেন তিনি, সে নিয়ে নিশ্চিন্ত জনপ্রিয় সঞ্চালক কর্ণও।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে ‘রকি আউর রানি প্রেম কহানি’তে ফের পরিচালকের ভূমিকায় কর্ণ। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তিনি, সকলের সঙ্গেই সম্পর্ক ভাল। ইতিমধ্যে নতুন ছবি নিয়েও যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। এই ছবিতে শুধু শাহরুখ-কাজল নন; শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রও বিশেষ বিশেষ ভূমিকায় রয়েছেন। সব দিক থেকেই এ ছবি যে নতুন কিছু আনতে চলেছে, তেমনটাই ভক্তদের বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement