Amir Khan

Aamir-Aamir: ‘লাল সিং চড্ডা’য় আমিরের পারিশ্রমিক ৫০ কোটি!

আমিরের ব্যক্তি জীবনেও খুব রাখঢাক নেই। ফলে, বিচ্ছেদ থেকে সন্তানদের নানা সমস্যা, কারওরই অজানা নয় কিছু। এ বার পারিশ্রমিকের কারণে খবরে তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৮:৫৭
Share:

১১ অগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা

এই হলেন আমির খান। তিনি যা করবেন তা-ই খবরে। তাঁর ছবি নিয়ে খবর। অভিনীত চরিত্র নিয়ে বিশাল কৌতূহল সংবাদমাধ্যম এবং অনুরাগীদেরও। আমিরের ব্যক্তি জীবনেও খুব রাখঢাক নেই। ফলে, বিচ্ছেদ থেকে সন্তানদের নানা সমস্যা, কারওরই অজানা নয় কিছু। এ বার পারিশ্রমিকের কারণে খবরে তিনি। সূ্ত্রের খবর ১১ অগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন!

Advertisement

পিছিয়ে নেই ছবির নায়িকা করিনা কপূর খানও। তিনি পেয়েছেন ৮ কোটি টাকা। জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রূপান্তরে আমির-করি্না ছাড়াও দেখা যাবে মোনা সিংহ, চৈতন্য আক্কিনেনিকে। ছবির শ্যুট নানা কারণে বারেবারে বন্ধ হওয়ার পরে সারা দেশে এবং বিশ্বে অগস্টে মুক্তি পেতে চলেছে। প্রযোজনায় আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম ১৮ স্টুডিয়োস। এ বার জেনে নিন বাকি অভিনেতাদের পারিশ্রমিক---

নাগা চৈতন্য- ৬ কোটি টাকা

Advertisement

মোনা সিংহ- ২ কোটি টাকা

মানব ভিজ- ১ কোটি টাকা

টিটু ভার্মা- ৫০ লক্ষ টাকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement