শন বন্দ্যোপাধ্যায়,অভিনেতা
করোনায় আক্রান্ত শন বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই কাটছে তাঁর স্বেচ্ছ্বাবন্দি দশা। অসুস্থ হয়ে ঘরে আটকা পড়লেও চুপচাপ বসে নেই তিনি। ইনস্টাগ্রাম বলছে, তাঁর ‘স্বাদ, গন্ধহীন’ জীবন রঙিন এখন রং-তুলির টানে।
অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে আনন্দবাজার ডিজিটালকে তিনি জানান, ১০-১২ দিন আগে নতুন ছবির শ্যুটিং শেষ করে ফিরেছেন দেহরাদুন থেকে। তার দিন কয়েকের মধ্যেই স্বাদ, গন্ধের অনুভূতি চলে যায়। তিনি বলেন, ‘‘সঙ্গে সঙ্গেই করোনা পরীক্ষা করাই।’’ বুধবার জানতে পেরেছেন, তিনি কোভিড পজিটিভ। তার পরেই বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন শন। পরিবারের সকলের থেকেও দূরে থাকছেন তিনি। যদিও সব সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও কী ভাবে কোভিড আক্রান্ত হলেন তিনি, তা বুঝতেই পারছেন না অভিনেতা। তাঁর অনুমান, বিমানে যাতায়াতের সময়েই কোনও ভাবে সংক্রমিত হয়েছেন। গন্ধ-স্বাদের অনুভূতি হারানো ছাড়া আর কী সমস্যা রয়েছে শনের?
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের উজান চট্টোপাধ্যায়ের দাবি, জ্বর, দুর্বলতা, শ্বাসকষ্ট এখনও কাবু করেনি তাঁকে। তবে সাবধানেই থাকছেন, যাতে অসুস্থতা না বাড়ে। একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছেন অভিনেতা। পাশাপাশি, চলছে নিয়মিত গরম জলের ভাপ নেওয়া আর গার্গলিং। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফলও খাচ্ছেন বেশি করে।
সময় কাটছে কী ভাবে? অবসর কাটাতেই ছবি আঁকছেন শন। নিজের আঁকা সে সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অনুরাগীরা শনের আঁকা দেখে মুগ্ধ। ছবির প্রশংসার পাশাপাশি, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।
সুপ্রিয়াদেবীর নাতি শনকে প্রথম ছোট পর্দায় দেখা যায় ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে। তবে তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘উজান চট্টোপাধ্যায়’ চরিত্রটি। কিছু দিনেই তাঁকে দেখা যাবে বড় পর্দাতেও। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করছেন তিনি।
কেমন হল সেই অভিজ্ঞতা? নিমেষে অসুস্থতা ভুলে উৎফুল্ল শন, ‘‘আমি ভাগ্যবান। প্রথম ছবিতেই ঋতুদির মতো অভিনেতার বিপরীতে কাজ করার সুযোগ পেলাম। দেহরাদুনে ঋতুদি সকলকে আগলে নিয়ে থাকতেন। আমরা যেন একটি পরিবার হয়ে গিয়েছিলাম।’’ একই সঙ্গে জানালেন, ঋতুপর্ণার বিপরীতে দেখা গেলেও তথাকথিত ‘রোম্যান্টিক হিরো’ নন তিনি। বরং, তাঁর চরিত্রটি একটু অন্য রকম। খানিকটা নেতিবাচক। এমন চরিত্রে এই প্রথম অভিনয় তাঁর। ফলে কাজ যেমন উপভোগ করেছেন, তেমনই গভীর ছাপ ও চাপ পড়েছে মনে। জানালেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বেশ কয়েক দিন সময় লেগেছে অভিনেতার।