Tollywood

Sayantani: পরিচালক অর্ণব মিদ্যার ওয়েব ছবি ‘অ্যাওয়েটিং’- এ দেখুন সায়ন্তনীর প্রথম লুক

অভিনেত্রী সায়ন্তনী আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এই ছবি নিয়ে আমি আগ্রহী। ছবির সহ প্রযোজক হিসেবে এই প্রথম আমার প্রযোজনা সংস্থা কাজ করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩০
Share:

অর্ণব মিদ্যার আগামী ওয়েব ছবি ‘অ্যাওয়েটিং’-এ সায়ন্তনী গুহঠাকুরতার প্রথম ‘লুক’ প্রকাশিত হল

অর্ণব মিদ্যার আগামী ওয়েব ছবি ‘অ্যাওয়েটিং’-এ সায়ন্তনী গুহঠাকুরতার ‘লুক’ প্রকাশিত হল। তাঁকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প।
সেনাবাহিনির অফিসার স্বামী শাহিলের অপেক্ষায় দিন কাটে সুনন্দার। সঙ্গী একমাত্র ননদিনী দিয়া। পারিবারিক বন্ধু চিকিৎসক সোম। সুনন্দার জগতে এদেরই নিত্য আনাগোনা। শেষ পর্যন্ত কি সে প্রতীক্ষা ফুরোবে? সুনন্দার জীবনেই বা কে আসবে? সুনন্দার সেই অপেক্ষার প্রহরগুলোকেই ধরে রাখছে নতুন ওয়েব ছবি।
বড় পর্দার ছবি ‘অন্দরকাহিনি’র আবার ওয়েব ছবি। পরিচালক অর্ণব বললেন, ‘‘আমার কাজ গল্প বলা।

Advertisement

অর্ণবের দাবি, সব প্রজন্মই কারও না কারও প্রতীক্ষায় থাকে। তাঁর আগামী ছবি সেই দিকটাই তুলে ধরবে।

সেই গল্পকে সব স্তরে ছড়িয়ে দেওয়াটাই লক্ষ্য। সে দিক থেকে সব মাধ্যমই আমার কাছে সমান। তাই বড় পর্দা, ওয়েব ছবির বাছবিচার নেই।’’ অর্ণবের দাবি, সব প্রজন্মই কারও না কারও প্রতীক্ষায় থাকে। তাঁর আগামী ছবি সেই দিকটাই তুলে ধরবে।
উত্তরবঙ্গে শ্যুট হয়েছে এই ছবির। অভিনেত্রী সায়ন্তনী আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এই ছবি নিয়ে আমি আগ্রহী। এই ছবির সহ প্রযোজক হিসেবে প্রথম আমার প্রযোজনা সংস্থা কাজ করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement