পরমব্রত এবং পাওলিকে নিয়ে সায়ন্তনের নতুন ছবি।
সন ১৪০০। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর চিত্রা কাব্যগ্রন্থে লিখলেন বিখ্যাত কবিতা, ‘আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি।’ তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, ১০০ বছর পরেও তিনি সমসাময়িক থাকবেন। এক বারও কি ভেবেছিলেন সেই সমসাময়িকতার বয়স হবে ১৬০ বছর? ২০২২-এ পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন কবিগুরু। সৌজন্যে পরিচালক সায়ন্তন ঘোষাল। জানুয়ারি মাসে যাঁর ‘স্বস্তিক সংকেত’ ছবিতে ফিরছে বিশ্বযুদ্ধের আবহ। ফিরছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, নাৎসি বাহিনী এবং হিটলার। সব ঠিক থাকলে এপ্রিল মাসে ক্যামেরাবন্দি হতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সায়ন্তনের আগামী ছবি ‘আজি হতে শতবর্ষ পরে’তে।
ছবিতে থাকবে কবিগুরুর বিশ্বকবি হওয়ার নেপথ্য কাহিনি। থাকবেন বিদেশি কবিবন্ধু ইয়েটস। যিনি রবি ঠাকুরকে নানা ভাবে সাহায্য করেছিলেন। লন্ডনে কবির সঙ্গে থাকবেন তাঁর স্নেহধন্য রবীন্দ্রসঙ্গীত গায়িকা, শান্তিনিকেতনের আশ্রমবাসিনী। আর থাকবেন কবির এক অন্ধ অনুরাগী, স্থানীয় অফিসার। যাঁর একমাত্র স্বপ্ন, নিজের লেখা কবিতা নিজমুখে কবিকে পড়ে শোনানো! কিন্তু কবিগুরুর সান্নিধ্য পাওয়া কি এতই সহজ? উল্টে তাঁর লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করেন অন্য কবি! ফলাফল? চূড়ান্ত মানসিক বিপর্যয়। কবি-অনুরাগী ক্রোধে অন্ধ হয়ে একের পর এক খুন করতে থাকেন একই ভঙ্গিতে।
কাট টু সাল ২০২২। ১০০ বছর পরে ফের একই ভঙ্গিতে পরের পর খুন লন্ডনে। কিন্তু খুনি কে?
এ দিকে, কলকাতায় আশ্চর্যজনক ভাবে দেখা মিলেছে এক যুবকের। তিনিও লন্ডনের সেই অফিসারের মতোই বিশ্বকবিকে চোখে হারান! তবে কি নতুন কলেবরে ফিরলেন লন্ডনের আততায়ী-ই? ‘আজি হতে শত বর্ষ পরে’!
আগামী ছবিতে এমনই গা শিরশিরে ভয়াল ধাঁধা দর্শকদের উপহার দিতে চলেছেন সায়ন্তন। তাতে দেখা যাবে বাংলা ছবির এক মুঠো তারকাকে। পরিচালকের মুখে কুলুপ। কিন্তু টলিপাড়া বলছে, ২০১৫-য় সুমন ঘোষের ‘কাদম্বরী দেবী’-র সাত বছর পরে ফের বড় পর্দায় রবীন্দ্রনাথ হয়ে ফিরতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যাঁকে প্রস্থেটিক রূপটানে মোট আট রকমের চেহারায় দেখা যাবে! ছবির রূপটান ও প্রস্থেটিক্সের দায়িত্বে থাকবেন সোমনাথ কুণ্ডু। কবির স্নেহধন্য শিষ্যা পাওলি দাম। লন্ডনে কবিগুরুর অন্ধ ভক্ত ঋদ্ধি সেন। কলকাতায় তাঁর ‘রেপ্লিকা’ গৌরব চক্রবর্তী।
রবীন্দ্রনাথের সঙ্গে রহস্যের রসায়ন কি বড়ই গাঢ়? অন্তত সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ তেমনই দেখিয়েছে। সেই স্মৃতিই বুঝি নতুন করে উস্কে দিতে চলেছে সায়ন্তনের আগামী ছবি।
শ্যুট শুরুর কথা ছিল ২০২০-র পুজোর আগে। সেই সময়ে সায়ন্তনের পছন্দের তারকারা চূড়ান্ত ব্যস্ত নানা মাধ্যমে। ভিসা নিয়েও সমস্যা হচ্ছিল। ফলে, ছবির কাজ পিছিয়ে শুরু হতে চলেছে নতুন বছরে। ‘স্বস্তিক সংকেত’-এর মতো এ ছবিরও একটি বড় অংশ শ্যুট হবে লন্ডনে। বাকি অংশ শান্তিনিকেতন এবং কলকাতার জোড়াসাঁকোয়। ছবিতে রবীন্দ্রগানের ছড়াছড়ি। গান এবং আবহের দায়িত্বে রাজানারায়ণ দেব। কাহিনি, সংলাপ, চিত্রনাট্যে সৌগত বসু।