Weight Gain

Soma Rathod: অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য ওজন বাড়াতে হয় টেলি-অভিনেত্রী সোমাকে

‘খুব মোটাও নয়, খুব রোগাও নয়’, এই বাক্য শুনতে শুনতে ক্লান্ত সোমা রঠৌর। কাজ পেতেন না অভিনেত্রী। অডিশন দিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বার বার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২১:৪৭
Share:

সোমা রঠৌরের দু’টি ছবি

‘খুব মোটাও নয়, খুব রোগাও নয়’, এই বাক্য শুনতে শুনতে ক্লান্ত সোমা রঠৌর। কাজ পেতেন না অভিনেত্রী। অডিশন দিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বার বার। কিন্তু এখন তিনি সকলের পছন্দের ‘অম্মাজি’। হিন্দি ধারাবাহিক ‘ভাবীজি ঘর পর হ্যায়-এর জনপ্রিয় চরিত্রে দর্শকের মন জয় করেছেন সোমা। ভাগ্য খুলে যাওয়ার কারণ কী?

Advertisement

একটি সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য দেন সোমা। যখন সমস্ত নায়িকা কম ‌খেয়ে শরীরের ওজন ঝরানোয় ব্যস্ত, সোমা তখন কাজ পাওয়ার জন্য ওজন বাড়ানোর দিকে মন দেন। তাঁর এক বান্ধবী তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন। জাদুকাঠি ছোঁয়ার মতো কাজ করে সেই টোটকা। শরীরে মেদ তৈরি হওয়ার পরেই কাজ পেতে শুরু করেন সোমা।

সাক্ষাৎকারে ৩২ বছরের অভিনেত্রী বলেন, ‘‘ওজন বাড়ানোর পরে লোকে আমায় ‘মোটা অভিনেত্রী’দের দলে ফেলে দিলেন। ফলে নির্দিষ্ট এক ধরনের চরিত্রের জন্য ডাকা হয় আমাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement