Rakhi

Tollywood Rakhi Special: রক্তের সম্পর্কের উপরেও মনের বন্ধন! রাখিতে সায়ক-পল্লবীর অন্য বার্তা

বৃহস্পতিবার সারা দেশ মেতেছে রাখিবন্ধন উৎসবে। অভিনেতা সায়কের জন্য মুম্বই থেকে এলেন তাঁর বোন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৩৩
Share:

রাখিতে সায়ক,পল্লবী

বৃহস্পতিবার রাখিপূর্ণিমা। উৎসবে মেতেছে গোটা দেশ। ভাই-বোনের সম্পর্কের বাঁধনকে এ দিন আরও এক বার ঝালিয়ে নেওয়া। কিন্তু এ সম্পর্ক কি শুধুই রক্তের হয়? সবার কাছে তা নয় মনে হয়! যেমন সায়ক চক্রবর্তী। তাঁকে ছোটপর্দায় দেখে অভ্যস্ত দর্শক। আর তাঁর বোন পল্লবী মুখোপাধ্যায়? রক্তের সম্পর্ক নেই। কিন্তু তার চেয়েও অনেক দামি এই সম্পর্ক।

Advertisement

কাজের সূত্রে পল্লবী এখন থাকেন মুম্বইয়ে। বেশ কিছু হিন্দি ধারাবাহিক, সিরিজে কাজও করেছেন তিনি। তাঁকে প্রথম দর্শকরা দেখেন ‘মীরাক্কেল’ নামক রিয়্যালিটি শো-তে। এখন আরব সাগরের পাড়েই তাঁর বাস। কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন, রাখির দিন কলকাতায় আসা চাই-ই-চাই। এ বছরেও তার অন্যথা হল না।

এ যেন মনের বন্ধন। আনন্দবাজার অনলাইনের তরফে সায়কের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “পল্লবীর আর আমার সম্পর্ক বহু বছরের। দু’জনেই মেট্রো ধরে আসতাম টালিগঞ্জে। তখন স্ট্রাগল করছি। তার পরই অদ্ভুত এক ভাই-বোনের সম্পর্ক গড়ে উঠেছে। আসলে এই সম্পর্কগুলো মনের।”

Advertisement

রাখি মানেই তো উপহার পর্ব। পল্লবীকে ব্যাগ উপহার দিয়েছেন সায়ক। পরিবর্তে পল্লবী সারা বছরের ফোনের রিচার্জ করে দিয়েছেন সায়ককে। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত আকাশ আট-এর ধারাবাহিক ‘কাঞ্চি’ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement