Priyanka Chopra

Priyanka-Malti: লুকোচুরির অবসান, এত দিন পর মেয়ের মুখ দেখালেন প্রিয়ঙ্কা!

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন সংস্কৃতির মেলবন্ধনে নিজের মতো করে সেজে উঠেছে প্রিয়ঙ্কার সংসার। মেয়েকেও সাজালেন সে ভাবেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৪:০৩
Share:

প্রতি সপ্তাহে একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নেন তারকা-দম্পতি

বহু কষ্টের সন্তান। রীতিমতো সাধনার ফসল। মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়ার পর হাসপাতালে একশো দিনের যুদ্ধে জয়ী হয়েছিল সেই শিশু। তাকে নিয়েই এখন ক্যালিফোর্নিয়ার বাড়িতে আনন্দের জীবনসফরে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া।প্রতি সপ্তাহে একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নেন তারকা-দম্পতি। তবে মেয়ের মুখ এর আগে প্রকাশ্যে আনেননি। বুধবার একটি ছবিতে মালতীর মুখের এক পাশ স্পষ্ট দেখা গেল। এই প্রথম মেয়ের মুখ দেখালেন ‘দেশি গার্ল’।

Advertisement

মেয়ের মুখ দেখালেন প্রিয়ঙ্কা!

মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ না থাকলেও তাঁকেও নিজের দলেই টেনে নিলেন মা। মালতীর গোলাপি জামায় দেবনাগরী হরফে লেখা ‘দেশি’, ইংরিজিতে ‘গার্ল’। ছবির ক্যাপশনেও মা নিজেই তাঁর আদরের মেয়েকে ‘দেশি গার্ল ২.o’ সম্বোধন করলেন।

সেই ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা লক্ষ করা গেল। ভালবাসায় ভরিয়ে দিলেন দেশ-বিদেশের মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement