Sara Ali Khan

Sara Ali Khan: ‘মা আমার সঙ্গে কাজ করতে চায় না’, অমৃতাকে নিয়ে অকপট সারা

প্রশ্ন করা হয়েছিল মায়ের সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন কি না। তখনই সারা বলেন, “আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চায়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ২১:৪৩
Share:

মা অমৃতার সঙ্গে সারা। —ফাইল চিত্র

ইন্ডাস্ট্রিতে বয়স মাত্র তিন বছর। মা অমৃতা সিংহের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সারা আলি খান। তবে তিনি মনে করেন, অমৃতা নাকি তাঁর সঙ্গে কাজই করতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা বললেন সইফ-কন্যা।

Advertisement

প্রশ্ন করা হয়েছিল মায়ের সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন কি না। তখনই সারা বলেন, “আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চায়। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভাল লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।”

অমৃতা মনে করেন নিজের কাজে ১০০ শতাংশ দিলে তবেই সফল হওয়া যায়। মাকে নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সারা। তাঁর কথায়, “আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।”

Advertisement

৮০ এবং ৯০-এর দশকে চুটিয়ে অভিনয় করেছেন অমৃতা। ‘বেতাব’, ‘নাম’, ‘আয়না’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সারা জানিয়েছেন, মা-বাবার কাছ থেকেই তিনি অভিনয়ের পরামর্শ পেয়েছেন। ভবিষ্যতে কি তা হলে সইফ বা অমৃতার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারা আলি খানকে? উত্তর দেবে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement