Raksha Bandhan 2024

সইফ-করিনার বাড়িতে রাখি হাতে সারা, তিন ভাইয়ের সঙ্গে কেমন হল উদ্‌যাপন? রইল ছবি

রাখিপূর্ণিমার দিন ভাইদের সঙ্গে সময় কাটালেন সারা আলি খান। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৭:২৯
Share:

(বাঁ দিকে) ইব্রাহিমের সঙ্গে সারা। জে কে রাখি পড়িয়ে দিচ্ছেন সারা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

রাখিপূর্ণিমার দিন বলিউডে তারকাদের অন্দরমহলে উৎসবের আবহ। সোমবার, বিশেষ দিনে ভাইদের হাতে রাখি বাঁধছেন সারা আলি খান। সেই ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

সোমবার সারা বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেখানে তাঁকে হলুদ সালোয়ার-কামিজে দেখা যাচ্ছে। একটি ছবিতে তিনি ভাই ইব্রাহিমের কপালে তিলক এঁকে দিচ্ছেন। হাতে পরিয়ে দিচ্ছেন রাখি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে করিনার কোলে বসে থাকা জেহ্‌-এর (জাহাঙ্গির) হাতে রাখি পরিয়ে দিচ্ছেন সারা। সইফ করিনার সঙ্গে ছবিও তুলেছেন অভিনেত্রী।

তবে সারার পোস্ট করা ছবিতে তৈমুরকে দেখা যায়নি। তা দেখে নেটাগরিকদের একাংশের প্রশ্ন, তৈমুর কোথায়। উত্তর মিলেছে সইফের বোন সোহা আলি খানের ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে সইফকে রাখি পরিয়ে দিচ্ছেন সোহা। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে তৈমুরকে। তার হাতে রাকি পরিয়ে দিয়েছে সোহা ও কুণাল খেমুর কন্যা ইনায়া।

Advertisement

গত সপ্তাহে স্বাধীনতা দিবসের দিন সইফের সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সারা। ১৬ অগস্ট ছিল সইফের জন্মদিন। সে দিনেও বাবার সঙ্গে দেখা করেছিলেন তিনি। সইফের কেক কাটার সময়ে পাশে ছিলেন সারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement