তিন ঘণ্টা ধরে ভন্সালীকে জেরা, সুশান্ত-কাণ্ডে পুলিশকে কী বললেন পরিচালক?

নিজের কোনও ছবি থেকে সুশান্তকে বাদ দেওয়ার কথা অস্বীকার করেছেন ভন্সালী। পুলিশ সূত্রে খবর, উল্টে ভন্সালী জানিয়েছেন...

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ১৭:১০
Share:

সুশান্ত এবং ভন্সালী

টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর সোমবার বিকেলে বান্দ্রা স্টেশন থেকে বের হন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্তের ব্যাপারে মোট ২০টি প্রশ্ন করা হয় তাঁকে।

Advertisement

নিজের কোনও ছবি থেকে সুশান্তকে বাদ দেওয়ার কথা অস্বীকার করেছেন ভন্সালী। পুলিশ সূত্রে খবর, উল্টে ভন্সালী জানিয়েছেন, সুশান্তকে নিজে থেকেই তিনি ছবির অফার দিয়েছিলেন। কিন্তু সুশান্ত সেই মুহূর্তে অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ভন্সালীর সঙ্গে তাঁর আর ছবি করা হয়ে ওঠেনি। এর পর যদিও আর কোনও ছবির জন্য সুশান্তকে ডাকেননি পরিচালক।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ভন্সালীর ‘রামলীলা...' ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত। পরে তাঁর জায়গায় নেওয়া হয় রণবীর সিংহকে। ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবেও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি তথ্য। সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে খবর, সে সময় যশরাজের ব্যানারে শেখর কপূর পরিচালিত ‘পানি’ ছবির শুটিং করছিলেন সুশান্ত। কিন্তু ‘পানি’ ছবির শুটিং কোনও এক অজানা কারণে শেষ করা হয়নি।

Advertisement

একদিকে ‘রামলীলা’ প্রস্তাব ফিরিয়ে দেওয়া, অন্যদিকে ‘পানি’ ছবির শুটিংও শেষ না হওয়ায় কার্যত দু’কুলই গিয়েছিল অভিনেতার। আর এতেই নাকি বেশ ভেঙে পড়েছিলেন সুশান্ত।তাঁর মৃত্যুর পর এমনটাই জানিয়েছিলেন ‘পানি’ ছবির পরিচালক শেখর কপূর। ইতিমধ্যেই সুশান্তের সঙ্গে চুক্তিপত্র পুলিশের কাছে জমা করেছে যশরাজ প্রযোজনা সংস্থা। তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন- ঘরভর্তি ধোঁয়া, সবাই মিলে বসে মদ-সিগারেট খাচ্ছে, বেরিয়ে এলাম...: তুহিনা

সুশান্ত কাণ্ডে সঞ্জয়কে নিয়ে এখনও পর্যন্ত মোট ৩৪ জনের বয়ান নিয়েছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, এর পর ডাকা হতে পারে পরিচালক শেখর কপূরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement