Entertainment News

পায়েল-দ্বৈপায়নের ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সন্দীপ্তা

পায়েল-দ্বৈপায়নের অনুরাগীরা তো বটেই, টলি পাড়ার সদস্যরাও ছোট্ট মেরাখের ছবি দেখে খুশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১২:৩৭
Share:

ছেলেকে কোলে নিয়ে পায়েল, সঙ্গী সন্দীপ্তা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সদ্য মা হয়েছেন অভিনেত্রী পায়েল দে। তাঁর স্বামী দ্বৈপায়ন দাসও জনপ্রিয় অভিনেতা। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন পায়েল-দ্বৈপায়ন। দু’মাস পরে তাঁদের ছেলে মেরাখের ছবি প্রকাশ্যে এল।

Advertisement

দিন কয়েক আগেই টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন মেরাখকে দেখতে গিয়েছিলেন। সন্দীপ্তা এই দম্পতির দীর্ঘ দিনের বন্ধু। সেই ছবিই শেয়ার হয়েছে সোশ্যাল ওয়ালে।

সন্তানের জন্মের পর পায়েল বলেছিলেন, ‘‘ওর ভাল নাম মেরাখ। লাদাখের একটা ছোট্ট গ্রামের নাম মেরাখ। প্যাংগং নদী থেকে একটু দূরে। আমরা বেড়াতে খুব ভালবাসি। মেরাখে যাওয়ারও ইচ্ছে ছিল। কিন্তু সময় হয়নি বলে যেতে পারিনি। আক্ষেপ ছিল। অত দূর গিয়েও যাওয়া হয়নি। তাই ছেলের নাম রেখেছি মেরাখ। মেরাখকে নিয়ে এ বার মেরাখে যাওয়ার প্ল্যান করব। আর মেরাখের ডাকনাম আউলি। আউলি আবার হিমাচলের ছোট্ট একটা গ্রাম। সেই জায়গায় আমরা গিয়েছি।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সব মিলিয়ে পায়েল-দ্বৈপায়নের অনুরাগীরা তো বটেই, টলি পাড়ার সদস্যরাও ছোট্ট মেরাখের ছবি দেখে খুশি।

আরও পড়ুন, মুসলিমকে ভালবেসেছি বলে মেরেছিল বাবা, বিস্ফোরক হৃতিকের দিদি

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement