সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপের কলরেকর্ড ফাঁস, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

এ দিকে, অভিনেতার মৃত্যুর পর অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে একটা বড়সড় পোস্ট দিয়েছিলেন সন্দীপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ২০:৩৪
Share:

সুশান্তের সঙ্গে সন্দীপ।

সন্দীপ সিংহ। পেশায় প্রযোজক। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর যাঁর নাম এখন চর্চায়। তিনি দাবি করেছিলেন সুশান্ত তাঁর ঘনিষ্ঠ বন্ধু। অথচ তাঁর কলরেকর্ড ঘেঁটেই বেরিয়ে এল এমন কিছু তথ্য যা একেবারেই আশ্চর্যজনক।

Advertisement

সন্দীপের কলরেকর্ড থেকে জানা যাচ্ছে, গত এক বছরের সুশান্তের সঙ্গে কোনও রকম যোগাযোগই হয়নি সন্দীপের। দু’তরফ থেকেই ফোন, মেসেজ বিনিময় কিছুই হয়নি। অথচ কুপার হাসপাতাল থেকে সুশান্তের অ্যাম্বুল্যান্স, সব জায়গাতেই দেখা গিয়েছে সন্দীপকে। প্রশ্ন উঠছে, কে বা কারা সুশান্তের মৃত্যুসংবাদ দিলেনসন্দীপকে? সুশান্তের পরিবারের লোকজন এর আগে জানিয়েছেন, সন্দীপকে তাঁরা চেনেন না। সুশান্তের মুখে কোনওদিনই এ রকম কারও নাম শোনেননি তাঁরা।

এ দিকে, অভিনেতার মৃত্যুর পর অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে একটা বড়সড় পোস্ট দিয়েছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, সুশান্তের জীবনে অঙ্কিতা ছাড়া আর কোনও নারীর অস্তিত্ব মেনেই নিতে পারেননি তিনি। বলেছিলেন, অঙ্কিতাই সুশান্তের মা, প্রেমিকা, দিদি সবকিছু ছিল। ‘বন্দেমাতরম’ নামে এক সিনেমায় সুশান্তকে কাস্ট করার কথা ছিল তাঁর, বলেও পোস্ট দিয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন- রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

দিন কয়েক আগে করণী সেনার এক নেতা সুরজিৎ সিংহ রাঠৌর, যিনি সুশান্তের মৃত্যুর পর হাসপাতালে গিয়েছিলেন, তিনি সংবাদমাধ্যমের সামনে সন্দীপের ক্রিয়া কলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনিবলেন, ‘চক্রান্তে’ বড় ভূমিকা পালন করেছেন সন্দীপ। অন্যদিকে, সুশান্তের পরিবার ঘনিষ্ঠ এক বন্ধুর দাবি, সন্দীপই দোষী। তিনি নাকি বিদেশে পালিয়ে যাওয়ার তালে আছেন।

এ বার প্রশ্ন, সুশান্তের সঙ্গে এক বছর যোগাযোগ না রাখা সন্দীপ অভিনেতার মৃত্যুর পর কীভাবে হাজির হলেন ঘটনাস্থলে? কে তাঁকে খবর দিয়েছিল? রহস্যের জট খুলতে সন্দীপকেও কি ডেকে পাঠাবে সিবিআই?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement