Ragini Dwivedi

মূত্রের নমুনায় জল মিশিয়েছেন রাগিনী দ্বিবেদী! নয়া অভিযোগ পুলিশের

চলতি মাসের গোড়ায় কন্নড় অভিনেত্রী রাগিনীকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে সিসিবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৬
Share:

রাগিনী দ্বিবেদী। ছবি: সংগৃহীত।

মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল। এ বার নিজের ডোপ টেস্টের নমুনা বিকৃত করার অভিযোগও উঠল কন্নড় অভিনেতা রাগিনী দ্বিবেদীর বিরুদ্ধে। বেঙ্গালুরু পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) এ নিয়ে মুখ না খুললেও পুলিশ সূত্রের দাবি, নিজের মূত্রের নমুনায় জল মিশিয়েছেন রাগিনী।

Advertisement

বেঙ্গালুরু পুলিশের এক সূত্র জানিয়েছে, সিসিবি-র হেফাজতে থাকাকালীন রাগিনীর ডোপ টেস্ট করা হয়েছে। তবে শহরের কে জি হাসপাতালে প্রথম বারের ডোপ টেস্টের সময় নিজের মূত্রের নমুনায় জল মিশিয়ে দেন রাগিনী। যাতে ডোপ টেস্টের ফলাফলে হেরফের ঘটানো যায়। ওই সূত্রের আরও দাবি, ডোপ টেস্টের নমুনা যে বিকৃত করা হয়েছে, তা সহজেই ধরে ফেলে পুলিশ। এর পর রাগিনীর দ্বিতীয় বার ডোপ টেস্ট করানো হয়। রাগিনী যাতে ওই নমুনা বিকৃত না করতে পারেন, সে দিকেও লক্ষ্য রাখেন তদন্তকারীরা। পুলিশের ওই সূত্রের কথায়, “মূত্রের নমুনা যে বিকৃত করা হয়েছে, তা সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন চিকিৎসকেরা। তাতে জল মেশানো ছিল। এর পর রাগিনীকে আরও এক বার মূত্রের নমুনা দিতে বলা হয়।”

চলতি মাসের গোড়ায় কন্নড় অভিনেত্রী রাগিনীকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে সিসিবি। ওই মামলায় আর এক অভিযুক্ত রবি শঙ্করকে জেরা করায় উঠে আসে রাগিনীর নাম। ৩ সেপ্টেম্বর তলব করলেও সিসিবি-র কাছে হাজিরা দেননি রবির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত রাগিনী। উল্টে নিজেকে নির্দোষ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশের সঙ্গে সহযোগিতার কথাও বলেন তিনি। তবে তার পরের দিনই রাগিনীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই দিনই রাগিনীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিসিবি। রাগিনী ছাড়া এই মামলায় সঞ্জনা গলরানি নামে আরও এক কন্নড় অভিনেতা-সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

Advertisement

আরও পড়ুন: মাদক তদন্তে রিয়ার মুখে নাম সারাদেরও

আরও পড়ুন: প্রকাশ্যে রাজ-শুভশ্রীর ছেলের প্রথম ছবি, সদ্যোজাত-র কী নাম রাখলেন সেলেব দম্পতি?

তদন্তকারীরা জানিয়েছেন, ডোপ টেস্ট ছাড়াও রাগিনী ও সঞ্জনার চুলের কোষের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। তা হায়দরাবাদের ল্যাবরেটরিতে পাঠানো হবে। সিসিবি সূত্রে খবর, গত চার-পাঁচ মাসে মাদক সেবন করা হলে, তার প্রমাণ মিলতে পারে ওই টেস্টের মাধ্যমে। এই মামলায় যা গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে ওই টেস্টের ফলাফল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement