সমীরা রেড্ডি।
কিছু দিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী সমীরা রেড্ডি। সম্প্রতি দু’মাসের মেয়ে নাইরা-র ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। এবার সেই একরত্তিকে নিয়েই সমীরা উঠে পড়লেন কর্নাটকের উচ্চতম শৃঙ্গ মূল্যায়নগিরিতে। যার উচ্চতা ৬৩০০ ফুট।
প্রেগন্যান্সি পরবর্তী সময়ে হাজার ঝক্কি। তাতে অবশ্য থোড়াই কেয়ার তাঁর। পাহাড়ে উঠলেন, ভিডিয়ো তুলে তা শেয়ারও করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে সমীরা লিখেছেন, ‘নাইরা কে নিয়ে মূল্যায়নগিরি তে চড়ার প্রচেষ্টা।’ উঠতে গিয়ে কি কোনও অসুবিধাই হয়নি তাঁর? সমীরা লিখেছেন, ‘মাঝপথে থামতে হয়েছিল। ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না।’
A post shared by Sameera Reddy (@reddysameera) on
তাতেও দমে যাননি তিনি। অভিনেত্রীর দুর্দমনীয় মনের জোরের তারিফে ফেটে পড়েছেন ফ্যানেরা। তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালও ভরে গিয়েছে সুন্দর সুন্দর কমেন্টে। সদ্য মা হয়েছেন যারা, বা হতে চলেছেন তাঁদের উদ্দেশে সমীরার বক্তব্য, ‘প্রেগন্যান্সির পর অনেক সময়েই কিছু ভাল লাগে না। আমি প্রথম থেকেই এ ব্যাপারে সতর্ক ছিলাম। তবে নাইরাকে সময়ে সময়ে খাওয়াতে ভুলিনি একদমই।”
২০১৫-এ সমীরার প্রথম সন্তান হান্সের জন্ম হয়। সে সময় তাঁর ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম।নাইরা হওয়ার পর এমনটা যাতে আর না হয় সে জন্যই মেয়েকে কোলে নিয়েই সমীরা বেরিয়ে পড়েছেন পাহাড়ের কোলে।
আরও পড়ুন- রণবীরের জন্মদিনে কী উপহার দিলেন আলিয়া?
আরও পড়ুন-‘মুখ জমে গিয়েছিল’, প্রথম চুমু নিয়ে আর কী বললেন কঙ্গনা?