Samantha Ruth Prabhu

নাগা-শোভিতার বিয়ে দেখে সামান্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কে?

কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। এর মাঝেই প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সমাজমাধ্যমে সর্বত্র। এই সময় কাকে পাশে পেলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১২
Share:

(বাঁ দিকে) নাগা চৈতন্যে- শোভিতা ধুলিপালা, সামান্থা রুথ প্রভু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। নাগাকে যে তিনি বেশি ভালবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনা দোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। নিজের জন্য নতুন সঙ্গীও খুঁজে নিয়েছেন নাগা। অন্য দিকে, নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা, অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। এর মাঝেই প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সমাজমাধ্যমে সর্বত্র। এই সময় পাশে পেলেন পরিবারকে।

Advertisement

মাস কয়েক আগে সামান্থার ভাই বিয়ে করেন। ভাইয়ের বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সামান্থা। এ বার অভিনেত্রীর ভ্রাতৃবধূ এগিয়ে এলেন ননদের জন্য। তিনি লেখেন, ‘‘ননদেরা এই পৃথিবীতে আছে, আমি আমার ননদকে ভালবাসি।’’ পাল্টা ভালবাসা ফিরিয়ে দেন অভিনেত্রীও। নাগা নতুন জীবনে পা দিলেও এখনও প্রাক্তন স্বামীর সঙ্গে তিনটে ছবি রেখে দিয়েছেন সামান্থা।

তিনটিই ২০১৭ সালের। একটি বিজ্ঞাপনের শুটের সময় তোলা হয়েছিল ছবিগুলি। অন্যটি নাগার ও তাঁর হাত পাশাপাশি রাখা। সামান্থা লিখেছেন, ‘‘যেখানে তোমার ইচ্ছে নিয়ে চলো আমায়।’’ আর একটি ছবিতে নাগার পাশে দাঁড়িয়ে, সঙ্গে রয়েছেন তাঁদের বন্ধুবান্ধব। এ ছাড়াও একটি ছবি রয়েছে সামান্থার ইনস্টাগ্রামে। সেটি তাঁদের বিয়েরই ছবি। ২০১৭ সালে ২৩ নভেম্বর নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সামান্থা। সেখানে লেখা ছিল, “তোমার হৃদয় যা চায়, ঈশ্বর যেন তোমায় তা-ই দেন, প্রার্থনা করি।” অনুরাগীরা উষ্মা প্রকাশ করেছেন এই ছবির জন্য। তাঁদের দাবি, এই ছবি সরিয়ে ফেলে এ বার এগিয়ে যাওয়া উচিত সামান্থারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement