নাগা-শোভিতার বিয়ে দেখে বিরক্ত শ্বশুর! ছবি: সংগৃহীত।
দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটেছে বুধবার রাতে। দক্ষিণী তারকা শোভিতা ধুলিপালার গলায় পবিত্র মঙ্গলসূত্র বেঁধে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাগা চৈতন্য। ওই রাতে বর-বধূর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। রাত পৌনে ১০টা নাগাদ প্রকাশ্যে আসে সেই ছবি। একেবারে দক্ষিণী রীতি মেনেই বিয়ে সেরেছেন তাঁরা। তাঁদের সাজপোশাক থেকে গয়না সবেতেই সাবেকি ছোঁয়া। তবে বিয়ের সময় ছিল বেশ দীর্ঘ। এর মাঝেই শোভিতার বাবার ছবি দিয়ে অভিনেত্রীর বোন সামান্থা লেখেন, ‘‘বাবা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছে।’’
চার বছর দাম্পত্যের পর সামান্থা রুথ প্রভুর কাছে বিচ্ছেদ চেয়েছিলেন দক্ষিণী নায়ক নাগা চৈতন্য। শোনা গিয়েছিল, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্ক ভেঙে গেল নাগা-সামান্থার। সেই তৃতীয় ব্যক্তি যে আর এক অভিনেত্রী শোভিতা ধুলিপালা সে কথা নিজেই প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্য। প্রাথমিক ভাবে স্বীকার না করলেও পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বৈবাহিক সম্পর্কে থাকার সময়ই শোভিতার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু, ‘বিধির খেলা কে বুঝিতে পারে’! ঘটনাচক্রে শোভিতার বোনের নাম সামান্থা।
তবে তাঁর পেশা একেবারেই আলাদা। রুপোলি দুনিয়ার বাইরে থাকেন বলেই এত দিন এই কাকতালীয় বিষয়টি নজরে পড়েনি কারও। নাগা-শোভিতার বিয়ের দিন এই ছবি পোস্ট করেন শোভিতার বোন সামান্থা। খানিকটা রসিকতা করেই লেখেন, ‘‘বাবা বড্ড বিরক্ত হয়ে গিয়েছে।’’ শোভিতার বাবার নাম ভেনুগোপাল রাও। পেশায় ইঞ্জিনিয়র। মা সান্থা কামাক্ষি। যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বিয়ের পর শুক্রবার প্রথম বার প্রকাশ্যে আসেন নাগা-শোভিতা। মন্দিরে বাবা নাগার্জুনের সঙ্গে সস্ত্রীক ক্যামেরাবন্দি হলেন নাগা।