Alvira Khan Agnihotri

Katrina-Salman: আমাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি, ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে খোলসা সলমন-সহোদরার

নেটমাধ্যমে তারকা-যুগল ‘ভিক্যাট’- এর বিয়ের অতিথি তালিকা প্রকাশ পেয়েছিল সপ্তাহখানেক আগে। তাতে সলমন খানের নাম দেখতে পাওয়া যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৩:৫৪
Share:

ভিকি এবং ক্যাটরিনা (বাঁ দিকে); সলমন এবং অর্পিতা (ডান দিকে)

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফের বিয়ে। বলি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি। এমন অবস্থায় সলমন খান কী ভাবছেন, কেমন আছেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন ‘ভাইজান’-এর অনুরাগীরা। বিচ্ছেদের পরে ক্যাটরিনা-সলমনের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেই তাঁরা একসঙ্গে একাধিক ছবিতেও জুটি বেঁধেছেন। তাই ধারণা করা হয়েছিল, সলমন এবং তাঁর দুই বোন অর্পিতা খান, অলভিরা খান অগ্নিহোত্রীকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছেন ক্যাটরিনা।

Advertisement

নেটমাধ্যমে তারকা-যুগল ‘ভিক্যাট’- এর বিয়ের অতিথি তালিকা প্রকাশ পেয়েছিল সপ্তাহখানেক আগে। তাতে সলমন খানের নাম দেখতে পাওয়া যায়নি। পরে জানা যায়, সলমন বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না বলেই তাঁর নাম রাখা হয়নি। কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল।

সম্প্রতি সে দাবি উড়িয়েছেন খোদ সলমন-সহোদরা। অর্পিতা জানিয়েছেন, তাঁদের কাউকেই নিমন্ত্রণ করেননি ক্যাটরিনা বা ভিকি। তাঁর কথায়, ‘‘এ রকম কোনও বিয়ের আমন্ত্রণ পত্র আমাদের পরিবারে এসে পৌঁছয়নি।’’

Advertisement

বলিপাড়ার সূত্র জানিয়েছে, সলমন, অলভিরা বা অর্পিতা, কেউই আমন্ত্রিত নন তারকা যুগলের বিয়েতে। তাই তাঁরা রাজস্থান যাবেন না। একইসঙ্গে সলমনের পরিবারের ঘনিষ্ঠ জানিয়েছেন, সলমনের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভীষণই ভাল। প্রাক্তন প্রেমিকার প্রতি কোনও তিক্ততা নেই ‘ভাইজান’-এর। সূত্রের দাবি, বিয়ের পরে ‘টাইগার ৩’-এর বাকি শ্যুটিং শুরু হবে। তাঁরা দু’জনেই পেশাদার, তাই কাজ করতে গিয়েও ক্যাটরিনা-সলমনের মধ্যে অস্বস্তি থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement