salman khan

Salman-Katrina: ক্যাটরিনার জন্য বরুণের উপর চটেছিলেন সলমন! কী কাণ্ড ঘটিয়েছিলেন ডেভিড-পুত্র?

প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে খুব শীঘ্রই নতুন সংসার পাতবেন ক্যাটরিনা। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:০১
Share:
০১ ১০

তাঁর জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে, আবারও এসেছে। সেই ভাঙা-গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে জীবন। অবশেষে মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনি। ক্যাটরিনা কইফ।

০২ ১০

প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে খুব শিগগিরই নতুন সংসার পাতবেন ক্যাটরিনা। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা। তবে ভিকির আগেও বসন্ত এসেছিল ক্যাটরিনার জীবনে।

Advertisement
০৩ ১০

সে বহু বছর আগের কথা। বলিউডে সবে পা রাখছেন ক্যাটরিনা। সেই সময়েই নায়িকার ঘনিষ্ঠতা হয় বলিউডের প্রথম সারির এক নায়কের সঙ্গে। তিনিই সলমন খান।

০৪ ১০

নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সলমন। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের ‘অ-আ-ক-খ’। ক্যাটরিনাকে সব সময়ে আগলে রাখার তাগিদ অনুভব করতেন ‘টাইগার’।

০৫ ১০

ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সলমন। বরুণ ধবনও ছিলেন সেই তালিকায়।

০৬ ১০

ব্যান্ডস্ট্যান্ডে একদিন হাঁটতে বেরিয়েছিলেন সলমন-ক্যাটরিনা। তাঁদের সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কপূর। তখনও তাঁরা ‘তারকা’ নন। বলিউডে পা রাখার আগে প্রশিক্ষণ নিচ্ছিলেন সলমনের থেকে।

০৭ ১০

বরুণ নাকি হাঁটতে হাঁটতে তাকাচ্ছিলেন সপ্তদশী ক্যাটরিনার দিকে। বারবার নায়িকার দিকেই চোখ চলে যাচ্ছিল তাঁর।

০৮ ১০

ক্যাটরিনা যদিও এ সবে বিশেষ আমল দেননি। তবে বরুণের চোরা চাউনি নজর এড়ায়নি সলমনের। কপালে জুটেছিল ‘ভাইজান’-এর ধমক-ধামক।

০৯ ১০

বকলেন সলমন। বরুণ চটলেন ক্যাটরিনার উপরে। এর পরেই দেরি না করে ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’ খুলে ফেলেন তিনি। বন্ধুকে সঙ্গ দেন অর্জুনও।

১০ ১০

পুরো ঘটনাটাই কর্ণ জোহরের এক অনুষ্ঠানে এসে ফাঁস করেছিলেন ক্যাটরিনা। তবে সবটাই যে মজার ছলে ঘটেছিল, সে কথাও জানিয়েছিলেন ভিকির হবু স্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement