salman khan

Salman Khan: এ কী চেহারা সলমনের! রাস্তায় দাঁড়িয়ে থাকা ‘ভাইজান’-এর ছবি দেখে হতবাক নেটাগরিকরা

এই পরিবর্তন তাঁর নতুন ছবির স্বার্থে। কিছুদিন আগে ‘টাইগার ৩’ ছবির শ্যুটের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছিলেন সলমন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১১:২৬
Share:

সলমন খান।

বদলে গেলেন সলমন খান। এক ঝলকে চেনার উপায় নেই তাঁকে। সব সময় পরিপাটি হয়ে থাকা ‘টাইগার’ যেন কিছুটা এলোমেলো। ঘাড় অবধি খয়েরি চুল, লম্বা গোঁফ- দাড়ি। এ রকম বেশে আগে কখনও দেখা যায়নি তাঁকে। হঠাৎ কী হল সলমনের? আচমকা কেন বদলে গেলেন তিনি?

এই পরিবর্তন তাঁর নতুন ছবির স্বার্থে। কিছুদিন আগে ‘টাইগার ৩’ ছবির শ্যুটের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছিলেন সলমন। সঙ্গী হয়েছিলেন ছবির নায়িকা ক্যাটরিনা কইফ। বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও পড়েছিলেন তাঁরা। রাশিয়ায় গিয়ে ছবির একটা অংশের কাজ সেরেছেন ‘টাইগার’ এবং ‘জোয়া’। সলমনের এই নতুন বেশের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোনও ছবিতে লাল জ্যাকেট, আবার কোনও ছবিতে সাদা টি শার্টে ধরা দিয়েছেন সলমন। খুব সম্ভবত ছদ্মবেশ ধরার কোনও এক দৃশ্যে অভিনয় করছিলেন তিনি।

Advertisement

সলমনের এই নতুন বেশের ছবি দেখে হতবাক তাঁর অনুরাগীরা। ‘ভাইজান’কে অন্য রকম সাজে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। পর্দায় ‘টাইগার’-এর প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement