Salman Khan Body Double

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সলমনের বডি ডাবলের, শোকপ্রকাশ করে আবেগঘন পোস্ট ভাইজানের

‘বজরঙ্গি ভাইজান’-এর সেটে তোলা ছবি পোস্ট করে, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সলমন খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৬:৪০
Share:

শুক্রবার শরীরচর্চা করতে করতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরের। ছবি- ইন্সটাগ্রামের পাতা থেকে।

নিজের বডি ডাবল সাগর পণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন সলমন খান। গত শুক্রবার শরীরচর্চা করতে করতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরের।

Advertisement

কোনও এক শ্যুটিংয়ের অবসরে তোলা ছবি, নেট মাধ্যমে পোস্ট করে ভাইজান লিখেছেন, ‘‘এত বছর ধরে, আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার আত্মার শান্তি কামনা করি।’’

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা সাগর, দু’চোখে অভিনয়ের স্বপ্ন নিয়েই পাড়ি দিয়েছিলেন টিনসেল টাউনে। কিন্তু ভাগ্যের পরিহাস! অভিনয়ের স্বপ্ন পূরণ হলেও নিজের পরিচয় পাননি সাগর। গত দু’দশকের বেশি সময় ধরে, ৫০টিরও বেশি ছবিতে সলমন খানের বডি ডাবল হয়েই কাটিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’, ‘দবং’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো উল্লেখযোগ্য ছবিতে সলমনের হয়ে কাজ করেছেন সাগর।

শুক্রবার প্রশিক্ষকদের তত্ত্বাবধানে, জিমে শরীরচর্চা করার সময় অসুস্থ বোধ করেন সাগর। তৎক্ষণাৎ মুম্বাইয়ের যোগেশ্বরী হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে বছর ৫০-এর সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement