Salman Khan

সিগারেট হাতে সঞ্চালনা, মাশুল কি গুনতে হবে সলমন খানকে? প্রকাশ্যে এল সত্যি

‘বিগ বস্‌ ওটিটি’র মঞ্চে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় ভাইজানকে! নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি। সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে নাকি শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সলমন!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৪:১৬
Share:

সলমন খান। —ফাইল চিত্র।

দিন কয়েক আগে ‘বিগ বস্‌ ওটিটি’র মঞ্চে একেবারে ব্যতিক্রমী ঘটনা ঘটালেন সলমন খান। সপ্তাহ শেষের এক পর্বে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় ভাইজানকে! নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি। সমাজমাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতাকে। তার পর থেকেই জল্পনা, সলমন নাকি শো ছাড়তে চলেছেন। সমাজমাধ্যমের পাতায় ট্রোলড হতেই নাকি শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা! সত্যিই কি ‘বিগ বস্ ওটিটি’র মঞ্চ ত্যাগ করবেন পর্দার টাইগার? অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা।

Advertisement

বিগ বস্-এর ঘরে মাঝে মধ্যেই ভারতীয় সংস্কার, পারিবারিক মূল্যবোধ নিয়ে নৈতিকতার পাঠ দিতে শোনা যায় সলমনকে। কিন্তু অভিনেতা নিজে এমন কিছু করবেন, প্রত্যাশা করেননি অনুরাগীরা। অভিনেতার এ হেন আচরণে ক্ষুব্ধ নেটপাড়া। কেউ বলেছেন সলমন ‘‘একেবারে ভণ্ড’’, কেউ বলেছেন, ‘‘নৈতিকতা নিয়ে উনি জ্ঞান দেন কী ভাবে?’’ কেউ লিখেছেন, ‘‘বিগ বসের ঘরে সংস্কার নিয়ে জ্ঞান দেন, এটা হাস্যকর।’’ আবার সলমনের পক্ষ নিয়ে বেশ কয়েক জন লেখেন, ‘‘যে হেতু এটা টেলিভিশন নয় ওটিটি, সেই কারণে এই ধরনের কোনও আইনি জটিলতা নেই।’’ এমনিতেই প্রকাশ্যে কোনও দিন ধূমপান করতে দেখা যায়নি সলমনকে। সেখানে শোয়ের মধ্যে এমন কাণ্ড কী করে ঘটালেন অভিনেতা, সেই নিয়ে ধন্দে ছিলেন তাঁর অনুরাগীরা। যদিও এই ঘটনায় প্রকাশ্যে এক বর্ণও কিছু বলতে শোনা যায়নি সলমনকে। তবে তাঁর শো ছেড়ে দেওয়ার যে জল্পনা চলছিল, তা একেবারেই মিথ্যা বলে জানাল অভিনেতার ঘনিষ্ঠ মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement