Salman Khan

দীপাবলিতে আসছেন না

বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান। তবে ‘হু’র সাম্প্রতিক প্রকাশিত তথ্য সলমনের সিদ্ধান্তে বদল আনতে বাধ্য করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০০:৫৫
Share:

সলমন

পরিস্থিতির চাপে পিছু হঠতে বাধ্য হলেন সলমন খান। এই বছর তাঁর কোনও ছবি সিনেমা হলে আসবে কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। দিনকয়েক আগে শোনা গিয়েছিল, প্রভু দেবার পরিচালনায় ‘রাধে’ ছবিটিকে দীপাবলিতে রিলিজ় করানোর জন্য সলমন তৎপর হয়ে উঠেছেন। বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান। তবে ‘হু’র সাম্প্রতিক প্রকাশিত তথ্য সলমনের সিদ্ধান্তে বদল আনতে বাধ্য করেছে। বলা হচ্ছে, বদ্ধ জায়গায় করোনাভাইরাস বায়ুবাহিত হতে পারে। তা শুনে বেশ চিন্তায় পড়েছেন অভিনেতা। তাঁর প্রযোজনা টিমের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই মুহূর্তে স্বাস্থ্য সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এই সপ্তাহে পানভেলের ফার্মহাউস থেকে বান্দ্রায় আসার কথা ছিল সলমনের। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, গত রবিবার সহ-প্রযোজক অতুল কুলকার্নি, সোহেল খান ও নিখিল নমিতের সঙ্গে আলোচনার পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করে দেন। কারণ, বদ্ধ ফ্লোরে শুট করতে গেলে ক্রুয়ের অনেকেরই জীবনে ঝুঁকি বাড়তে পারে। আর বর্ষার মরসুমে আউটডোর শুট সম্ভব নয়। তাই অক্টোবর পর্যন্ত ছবির শুটিং‌ স্থগিত করেছেন সলমন। সে ক্ষেত্রে দীপাবলিতে এই ছবি মুক্তির সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে, আগামী বছর কোনও উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement