তিনি একবার যেটা বলেন, সেটা করেই থাকেন। সলমন খান তাঁর ‘কমিটমেন্ট’-এর জন্য বিখ্যাত। কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল, অক্ষয়কুমারকে নায়ক করে একটি ছবির প্রযোজনা করবেন তিনি। খবর রটে, সেই ছবিটি হচ্ছে না। গুজব উড়িয়ে দেন স্বয়ং সলমন। টুইট করেন, ‘গুজব শুনবেন না। আমার কথা শুনুন। একবার যে কমিটমেন্ট করে দিই তা আর ফেরাই না... অক্ষয়কুমারের সঙ্গে ছবি করছি’।