Salman Khan health update

পাঁজরে চোট পেয়েছিলেন, তা সত্ত্বেও ‘সিকন্দর’-এর শুটিং শুরু করলেন সলমন

শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন সলমন। সোমবার আবার ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১১
Share:

সোমবার ‘সিকন্দর’-এর শুটিং ফ্লোরে সাজিদ নাডিয়াডওয়ালা এবং সলমন খান। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ‘সিকন্দর’ ছবির শুটিং ফ্লোরে বুকের পাঁজরে চোট পেয়েছিলেন সলমন খান। সাময়িক বিরতির পর সোমবার এআর মুরুগাদস পরিচালিত ছবির শুটিং শুরু করলেন।

Advertisement

সলমন যে চোট পেয়েছেন, প্রথমে সে খবর নির্মাতারা আড়ালেই রেখেছিলেন। তার পর একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেন ভাইজান। সেখানে নিজের আসন ছেড়ে উঠতে তাঁকে বেশ বেগ পেতে হয়। সমাজমাধ্যমে অনেকেই দাবি করেন, অভিনেতার বয়স বাড়ছে। কিন্তু নেপথ্যে ছিল বুকের পাঁজরে চোট।

জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকন্দর’-এর শুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সলমন। মুম্বইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। শেষে ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে। সূত্রের খবর, চোট নিয়েই শুটিং শুরু করলেও ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ একটি দল।

Advertisement

ছবিতে সলমন ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দানা, প্রতীক বব্বর এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজ। হায়দরাবাদে শুটিংয়ের জন্য একটি প্রাসাদের সন্ধানে রয়েছেন নির্মাতারা। ছবির পরবর্তী শিডিউলের শুটিং হবে আগামী নভেম্বর মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement