ওয়াশিংটন সুন্দর। —ফাইল চিত্র।
দিনের শেষ বলে উইকেট তুলে নিলেন বুমরাহ। তাঁর বলে খোঁচা দিলেন খোয়াজা। স্লিপে ক্যাচ নিলেন লোকেশ রাহুল। ২ রান করে আউট তিনি।
১৭ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন বুমরাহ। তাঁর এই রান না থাকলে আরও আগেই শেষ হয়ে যেত ভারত। দলের প্রথম দিকের ব্যাটারেরা আবার ব্যর্থ। সিডনিতেও ভারতীয় ব্যাটারেরা ভুল শট খেললেন। যে কারণে ১৮৫ রানে শেষ হয়ে গেল প্রথম ইনিংস। দিনের খেলার আরও কিছু ক্ষণ বাকি। ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।
ভারতীয় অলরাউন্ডারের আউট হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বল তাঁর গ্লাভসে লেগেছিল কি না তা বোঝা গেল না। কিন্তু ৩০ বল ১৪ রান করে সাজঘরে ফিরতে হল তাঁকে।
গত ম্যাচে যে ভাবে উইকেট দিয়েছিলেন, প্রায় একই ভাবে আবার আউট হলেন পন্থ। মিড অনে ক্যাচ দিলেন তিনি। ম্যাচের পরিস্থিতি না বুঝে শট খেললেন পন্থ। বিপদে ফেললেন দলকে। পরের বলেই আউট নীতীশ কুমার রেড্ডিও। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালালেন তিনি। স্লিপে ক্যাচ নিলেন স্মিথ। ১২০ রানে ৬ উইকেট হারাল ভারত।
সিডনিতে শুক্রবার দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৪৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে ভারত। সাজঘরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল (৪), যশস্বী জয়সওয়াল (১০), শুভমন গিল (২০) এবং বিরাট কোহলি (১৭)। ক্রিজ়ে ঋষভ পন্থ (১৯ রানে অপরাজিত) এবং রবীন্দ্র জাডেজা (৫ রানে অপরাজিত)। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট বোলান্ডের। একটি করে উইকেট স্টার্ক এবং লায়নের।
শেষ বিরাটের ইনিংস। বছরের প্রথম ম্যাচে তিনি ৬৯ বলে ১৭ রান করলেন। কিন্তু তাঁর পুরনো রোগ এখনও সারেনি। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন বিরাট। পঞ্চম স্টাম্পে বল ছিল। সেই বলে ব্যাট ছোঁয়ালেন বিরাট। বল চলে গেল তৃতীয় স্লিপে দাঁড়ানো ওয়েবস্টারের হাতে।
মধ্যাহ্নভোজের আগে শেষ বল ছিল। সেই বলে আউট হলেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার স্পিনার নেথন লায়নের বলে ক্রিজ় ছেড়ে এগিয়ে এসে খোঁচা দিলেন তিনি। স্লিপে ক্যাচ নিলেন স্মিথ। ৬৪ বলে ২০ রান করে আউট শুভমন।
সিডনিতে প্রথম বলেই আউট হচ্ছিলেন বিরাট কোহলি। বোলান্ডের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন তিনি। স্লিপে সেই বল ধরেন স্টিভ স্মিথ। তিনি নিশ্চিত ছিলেন ক্যাচ নেওয়ার ব্যাপারে। কিন্তু মাঠের আম্পায়ার প্রযুক্তির সাহায্য নেন। তিনি তৃতীয় আম্পায়ারের কাছে জানতেন চান আদৌ ঠিক মতো ক্যাচ নেওয়া হয়েছে কি না। সেখান দেখা যায় বল স্মিথ ধরলেও তা মাটিতে ঠেকে গিয়েছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।
ম্যাচ শুরুর ৪০ মিনিটের মধ্যে ভারতের দুই ওপেনার আউট। রাহুল করেছিলেন ৪ রান। যশস্বী আউট হলেন ১০ রান করে। বোলান্ডের বলে স্লিপে ক্যাচ দিলেন তিনি।
স্টার্কের বল লেগ সাইডে চিপ করেন রাহুল। কিন্তু বল একটু বেশি উঠে যায়। ফরওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো কনস্টাসের হাতে ক্যাচ তুলে দিলেন রাহুল।
ভারতের হয়ে সিডনিতে ওপেন করতে নামলেন যশস্বী এবং রাহুল। নতুন বলে অস্ট্রেলিয়ার হয়ে শুরু করলেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।
সিডনিতে সাধারণত স্পিনারেরা সাহায্য পান। কিন্তু সিডনির পিচে ঘাস রয়েছে। যা পেসারদের শুরুর দিকে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
রোহিত বিশ্রামে। সিডনিতে নেতৃত্ব দেবেন বুমরাহ। ভারতের প্রথম একাদশে কারা?
টস করতে নামলেন বুমরাহ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
মাঠে ঋষভ পন্থ এবং সরফরাজ় খানের সঙ্গে ফুটবল খেলে সাজঘরে ফিরে গেলেন রোহিত। দলের হার্ডেলেও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সেখানে খুব বেশি কথা বলতে দেখা যায়নি তাঁকে। গম্ভীর এবং কোহলি সবচেয়ে বেশি কথা বলেন। টসের ২০ মিনিট আগে সাজঘরে ফিরে গেলেন তিনি। অধিনায়কের ব্লেজার গায়ে টস করতে নামবেন রোহিত?
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে চলেছে ব্রিউ ওয়েবস্টারের। তাঁর হাতে ব্যাগি গ্রিন টুপি তুলে দিলেন মার্ক ওয়। ওয়েবস্টারের পরিবার উপস্থিত রয়েছে মাঠে। মিচেল মার্শের জায়গায় খেলবেন অলরাউন্ডার ওয়েবস্টার।
বুমরাহের পর পিচ দেখতে গেলেন রোহিতও। তিনি মাঠে ঢুকলেন পকেটে হাত ঢুকিয়ে। গম্ভীরের সঙ্গে কথা বললে পিচের কাছে চলে গেলেন রোহিত। আঙুল দিয়ে পিচের মাটি টিপে দেখলেন তিনি। গম্ভীর এবং বুমরাহ কথা বলছিলেন। সেখানে যোগ দিলেন রোহিত।
ভারতীয় দলের বাস ঢুকে পড়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দলের সঙ্গে মাঠে এসেছেন রোহিত। তবে বাস থেকে নেমেছেন পাঁচ-ছ’জনের পড়ে। বুমরাহ মাঠে পৌঁছেই চলে গিয়েছেন পিচ দেখতে। সঙ্গী বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁদের দেখা গেল কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে।
এ বারের বর্ডার-গাওস্কর ট্রফি পাঁচ টেস্টের। প্রথম টেস্ট ছিল পার্থে। সেই টেস্টে খেলেননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে ম্যাচ জিতে নেয় ভারত। পরের টেস্ট ছিল অ্যাডিলেডে। গোলাপি বলের সেই টেস্টে দলে ফেরেন রোহিত। কিন্তু সেই টেস্ট জিততে পারেনি ভারত। ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যায়। মেলবোর্নেও হেরে যায় ভারত। ১-২ পিছিয়ে থেকে সিডনিতে খেলতে নামছে তারা।