salman khan

Salman Khan: ছবির ট্রেলার উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়েই জুতো খুলতে শুরু করলেন সলমন খান! কেন?

মঞ্চে উপস্থিত সকলেই মূর্তি ও ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। কিন্তু ‘ভাইজান’কে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ০০:০৯
Share:

ফাইল চিত্র।

ধরমবীর নামে একটি মরাঠি ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। অনুষ্ঠান মঞ্চে হঠাৎই জুতো খুলতে শুরু করেন তিনি। সেই ভিডিয়ো তাঁর ভক্তরা নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তারকার প্রশংসায় ভক্তেরা পঞ্চমুখ।

Advertisement

ওই অনুষ্ঠান মঞ্চে ছত্রপতি শিবাজির একটি মূর্তি রাখা ছিল। ছিল শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে এবং তাঁর স্ত্রী মীনাতাই ঠাকরের ছবি। প্রয়াত আনন্দ দিঘের জীবনীর উপর ভিত্তি করে ‘ধরমবীর’ সিনেমাটি তৈরি হয়েছে। তাঁর ছবিও রাখা হয়েছিল মঞ্চে। উপস্থিত সকলেই মূর্তি ও ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। কিন্তু ‘ভাইজান’কে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। মঞ্চের উপর দাঁড়িয়েই নিজের জুতো খুলতে শুরু করলেন তিনি। সবাই তো দেখে অবাক। তার পর এগিয়ে গিয়ে শিবাজি, বালা ঠাকরে-সহ বাকিদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য। ভাগ্যশ্রী, জ্যাকি শ্রফ-সহ অভিনয় জগতের আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

সকলকে চমক দিয়ে সলমন খালি পায়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই ঘটনাটি সলমন ভক্তদের মন কেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement