সলমন খান।
চলতি বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন খানের বহুল চর্চিত ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। বাকি সব কিছুর মতো করোনা অতিমারি জল ঢেলেছে সেখানেও। হলের মুখ দেখেনি ‘রাধে’। শুধু প্রশ্ন রেখে গিয়েছে অনুরাগীদের মনে, ‘কবে ভাইজানের ম্যাজিক দেখা যাবে বড় পর্দায়?’
নিজের জন্মদিনে সেই প্রশ্নের উত্তর দিলেন সলমন। জানালেন, আগামী বছর ইদে মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। অবশ্য মুক্তির তারিখ এখনও পাকা হয়নি। এই মুহূর্তে ছবির মুক্তির থেকেও মানুষের স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা নিয়ে বেশি চিন্তিত সলমন। তিনি বললেন, "ছবি যখন মুক্তি পাওয়ার, তখন ঠিকই পাবে। এখন পরিস্থতি যথেষ্ট চিন্তার। আমরা এই বছর ইদে ছবি রিলিজের কথা বলেছিলাম। সব কিছু ঠিক থাকলে, পরের বছর ইদে মুক্তি পাবে।"
‘রাধে’-র পরিচালনায় রয়েছেন প্রভু দেবা। সলমনের সঙ্গে ‘ওয়ান্টেড’, ‘দবং ৩’-এর মতো বাণিজ্যিক ভাবে সফল ছবির পর দর্শক ফের মুখিয়ে অভিনেতা-পরিচালক যুগলবন্দি দেখতে। তবে অনুরাগীদের নিয়ে সাবধানী সলমন কোনও তাড়াহুড়ো করতে রাজি নন। থিয়েটারে গিয়ে তাঁদের কোনও রকম সমস্যা হলে, তা তিনি মেনে নিতে পারবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বরফ গলছে? রিল ভিডিয়োয় ইঙ্গিত শ্রাবন্তীর
এই একই কারণে নিজের ৫৫তম জন্মদিন ধুমধাম করে পালন করেননি অভিনেতা। তাঁর বাড়ির সামনেও ভক্তদের জমায়েত না করার অনুরোধ করেছিলেন সলমন। গ্যালাক্সি-র বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিসও। যার মূল বক্তব্য, এ বছর জন্মদিনে সলমন বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হচ্ছে। বিশেষ দিনে ভক্তদের সামনে না আসলেও, নিজের ছবি মুক্তির খবর দিয়ে তাঁদের খুশি করলেন অভিনেতা।
আরও পড়ুন: আজ সফল, কিন্তু কেরিয়ারে সোনুর অবদানের কথা ভোলেননি এই বলি অভিনেতা