salman khan

ত্রাতার ভূমিকায় সলমন, খাবার পৌঁছে দিলেন করোনা যোদ্ধাদের হাতে

শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিত হয়ে অভিনেতা খাবার তুলে দিচ্ছেন নার্স, পুলিশ, পুরসভা কর্মীদের হাতে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ২০:৩১
Share:
Advertisement

অতিমারিকালে ত্রাতার ভূমিকায় সলমন খান। করোনা যোদ্ধাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন অভিনেতা। শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিত হয়ে অভিনেতা খাবার তুলে দিচ্ছেন নার্স, পুলিশ, পুরসভা কর্মীদের হাতে। দিন কয়েক আগে জানা গিয়েছিল, চা, বিশুদ্ধ জলের বোতল, বিস্কুট, এবং উপমা, ‘পোহা’, ‘বড়া পাও’ ও ‘পাও-ভাজি’র মধ্যে কোনও একটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত বছর লকডাউনে সলমনের ‘বিইং হাংরি’ ভ্যান খাবার পৌঁছে দিয়েছিল পরিযায়ী শ্রমিকদের কাছে। এ বারও সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা। সোমবার খাবারের মান নিজে দাঁড়িয়ে পরীক্ষা করছেন সলমন। বর্তমানে মুম্বইয়ের বাইকুল্লা থেকে জুহু, বান্দ্রা পূর্ব থেকে বিকেসি পর্যন্ত খাবার সরবরাহ করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে দ্বিগুণ সংখ্যক মানুষের কাছে খাবার পৌঁছে দেবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement