Salman Khan

অসমাপ্ত ছবি সম্পূর্ণ করতে ফ্লোর বুক করলেন সলমন

অগস্ট-সেপ্টেম্বর থেকে হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০০:৪৪
Share:

সলমন

যে ছবি ইদে মুক্তি পাওয়ার কথা ছিল, তা পিছিয়ে দীপাবলি হয়েছে। আর তা আসতে মোটে চার মাস বাকি। অতএব, তোড়জোড় শুরু করে দিয়েছেন সলমন খান। অগস্টেই ‘রাধে’র শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা। তার জন্য মেহবুব স্টুডিয়োর একটি গোটা ফ্লোর ভাড়া নিয়েছেন। লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ‘রাধে’র শুটিং। এই ছবির কিছু অংশের জন্য তাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। পরিচালক প্রভু দেবাকে ফের নতুন করে সিকোয়েন্স সাজাতে হয়েছে।

Advertisement

অগস্ট-সেপ্টেম্বর থেকে হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন। দীপাবলিতে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে। এখন যা পরিস্থিতি, কেউ কারও জন্য রিলিজ় ডেট ছেড়ে দেবে না। উপরন্তু সলমনের সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভাল নয়। ‘সূর্যবংশী’ মুক্তির জন্য তৈরি কিন্তু ‘রাধে’র শুটিং বাকি। যদিও সূত্রের খবর, লকডাউনে সলমন তাঁর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement