এবার কি তবে ইউলিয়ার সঙ্গে থিতু হবেন সলমন! ছবি: সংগৃহীত
ইউলিয়া ভন্তুরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল বলিউডের অন্দরে। যদিও বিয়ের জন্য কখনওই সম্মত হননি সলমন। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পরিবারিক জমায়েত, সব জায়গায় সলমনের মা সালমা খানের সঙ্গে দেখা যায় ইউলিয়াকে। এ বার ইউলিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন সলমন। প্রায় ষাটের দোড়গোড়ায় পৌঁছে কি প্রেমে সিলমোহর দিলেন ‘ভাইজান’!
জীবনে প্রেম এসেছে একাধিকবার। কিন্তু ঘর বাঁধা হয়নি সলমনের। এ দিকে বয়স প্রায় ৫৯। মুম্বইয়ে নিত্য প্রাণনাশের হুমকি পান তিনি। বিগ বস্ ১৮ এর মঞ্চে বার কয়েক বলেছেন, তাঁর জীবনে যা চলছে, তা শুধু তিনিই জানেন। সলমন কি ক্লান্ত?
সম্প্রতি ইউলিয়ার বাবা-মার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেতা। সময় কাটালেন ইউলিয়ার পরিবারের সঙ্গে। ২০১৬ সালে ক্যাটরিনা কইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। খান বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না, তেমন কিছু হয়নি। বরং একাধিকবার তাঁদের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি সলমন বার বার স্বীকার করেছেন তিনি আর বিয়ে করতে চান না। কিন্তু এ বার কি নিজের কথাই রাখতে পারলেন না সলমন! নতুন কিছু ভাবছেন তিনি? শনিবার ছিল ইউলিয়ার বাবার জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইউলিয়া লেখেন, ‘‘শুভ জন্মদিন বাবা। তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ। একসঙ্গে দুই হিরো।’’ এক হিরো তাঁর বাবা অন্যজন সলমন। ইউলিয়া এবং তাঁর পরিবারের সঙ্গে সলমনের ঘনিষ্ঠতা দেখে আশায় বুক বেঁধেছেন সলমন অনুরাগীরা। এ দিকে দুবাইয়ে ইউলিয়ার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রবিবারই মুম্বই ফিরেছেন সলমন।