Housefull 5

অক্ষয় থেকে অভিষেক! নায়ক-নায়িকার ভিড়েই ছবি ‘হাউসফুল’

অক্ষয় থেকে রীতেশ— এক ছবিতে বলিউডের অনেক নায়ক। শুধু নায়ক বললে ভুল হবে, নায়িকাদেরও এক ছাদের তলায় নিয়ে আসার পরিকল্পনা করলেন পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৮:৩৫
Share:

আগামী বছরই ফ্লোরে যাবে টিম ‘হাউসফুল ৫’।

অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, রীতেশ দেশমুখ — একসঙ্গে একঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালা। ‘হাউসফুল’ সাজিদের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। এ যাবৎ হাউসফুলের যে ক’টা ছবি মুক্তি পেয়েছে। প্রতিটি অভিনেতাদের এ বার এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছেন তিনি। বলিউড সূত্রে খবর, অনেক দিন ধরেই এই প্রচেষ্টায় ছিলেন সাজিদ।

Advertisement

‘হাউসফুল’ ছবিতে কেন এতগুলো চরিত্রকে দেখেছেন দর্শক? সেই উত্তরই নতুন ছবিতে দেওয়ার চেষ্টায় পরিচালক। সূত্রের খবর সেই উত্তর ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তিনি। তবে শুধু নায়ক নয়, নায়িকাদেরও এক ছাদের তলায় আনার পরিকল্পনা তাঁর।

আগামী বছরই ফ্লোরে যাবে টিম ‘হাউসফুল ৫’। এই ছবি তৈরি করতে বেশ অনেক দিন সময় লাগবে সে কথা আগেই জানিয়ে ছিলেন পরিচালক। তবে শুধুই সাজিদ নয়, ফ্র্যাঞ্চাইজ়ি তৈরির অন্যতম উদ্যোক্তা অক্ষয়। দর্শকের চূড়ান্ত ভালবাসা এই ফ্র্যাঞ্চাইজ়িকে নতুন করে নিয়ে আসার অন্যতম কারণ। ২০১২, ২০১৬, ২০১৯-এর পর খুব শীঘ্রই আসতে চলেছে নতুন হাউসফুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement