salman khan

Salman Khan: ‘কভি ইদ কভি দিওয়ালি’-র স্বত্ব বাবদ কত কোটির প্রস্তাব পেলেন সলমন এবং সাজিদ

এই ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী ১৫ মার্চ। তবে একটি ফ্রেমও শ্যুটিং হওয়ার আগেই বিরাট লক্ষ্মী লাভের সম্ভাবনা সলমন খান এবং সাজিদ নাদিয়াদওয়ালার। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০০:০১
Share:

২০১৯ সালে করোনা অতিমারির আগে মুক্তি পেয়েছিল সলমন খান এবং ক্যাটরিনা কইফের ‘ভারত’। বক্স অফিসে সাফল্যের সঙ্গেই এই ছবি স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব মিলিয়ে লাভ করে ১৩০ কোটি টাকা, যা তখনও পর্যন্ত বলিউড ছবিগুলির মধ্যে সর্বোচ্চ ছিল। অ্যামাজন এবং জি-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে কাছাকাছি আয় করেছিল সলমনের অন্য ছবি ‘দাবাং ৩’-ও। গত বছর অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফের ‘সূর্যবংশী’ স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করে ১৪০ কোটি টাকা আয় করে আগের সব রেকর্ড ভেঙে দেয়। তবে এই রেকর্ডও ভেঙে দিতে পারে ‘ভাইজান’-এর ‘কভি ইদ কভি দিওয়ালি’।

Advertisement

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ মুক্তি পেতে পারে ২০২৩-এ। সাজিদের সঙ্গে জুটি বেঁধে এটি ‘ভাইজান’-এর সপ্তম ছবি। এই ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী ১৫ মার্চ।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘কভি ইদ কভি দিওয়ালি’-র স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব কেনার জন্য ইতিমধ্যেই নাকি একাধিক সংস্থার পক্ষ থেকে প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব গিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে। চুক্তি পাকা হলে বলিউডের ইতিহাসে অতীতের সব সমপ্রচার স্বত্বের রেকর্ড ভেঙে দিতে পারে ‘ভাইজান’-এর এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement