saif ali khan

Saif Ali Khan: আমার কাছে শাহরুখের মতো টাকা নেই! অমৃতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সইফ

প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘ দিন মানসিক চাপে ছিলেন বলিউডের ‘নবাব’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ২১:৫৫
Share:

কঠিন সময় পার করে এসেছেন সইফ।

সন্তান এবং স্ত্রীকে নিয়ে নিশ্চিন্তে দিনযাপন করছেন সইফ আলি খান। কিন্তু প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘ দিন মানসিক চাপে ছিলেন বলিউডের ‘নবাব’। অতীতে সে কথা এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন।

সইফের কথায়, “আমি এবং আমার স্ত্রী আলাদা হয়ে গিয়েছি। আমি ওকে সম্মান করি। কিন্তু কেন বারবার মনে করানো হচ্ছে যে স্বামী হিসেবে আমি কতটা খারাপ? বা বাবা হিসেবে কতটা খারাপ? আমার ছেলে ইব্রাহিমের ছবি আমার ব্যাগে থাকে। ওটা দেখেই কান্না পায়। আমার মেয়ে সারার কথা মনে পড়ে।”

সইফ অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদের পরে তিনি ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে পারতেন না। নিজের পরিবারের সঙ্গে সারা-ইব্রাহিমকে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা করতে পারেননি।

Advertisement

সইফ অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদের পরে তিনি ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে পারতেন না। নিজের পরিবারের সঙ্গে সারা-ইব্রাহিমকে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা করতে পারেননি।

খোরপোশ নিয়েও মুখ খুলেছিলেন সইফ। বলেছিলেন, “অমৃতাকে আমার পাঁচ কোটি টাকা দেওয়ার কথা। তার মধ্যে আমি আড়াই কোটি টাকা দিয়েছি। এ ছাড়াও আমার ছেলের বয়স ১৮ না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ওকে এক লক্ষ টাকা করে দেব।” এর পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন, “আমি শাহরুখ খান নই। আমার কাছে এত টাকা নেই। আমি কথা দিয়েছি, সব টাকা দিয়ে দেব। যদি জীবনের শেষ দিন পর্যন্ত টানতে হয়, টানব।”

সেই কঠিন সময় পার করে এসেছেন সইফ। কাজে আর পরিবার নিয়ে খুশি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement