Entertainment News

করিনার বিয়েতে করিশ্মাকে কী উপহার দিয়েছিলেন সইফ?

করিনার দিদি হিসেবে নয়, ব্যক্তিগত সম্পর্ক হওয়ার আগেই ইন্ডাস্ট্রিতে সইফ-করিশ্মার বন্ধুত্ব ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৩:২৮
Share:

২০১২। বিগ ফ্যাট ওয়েডিং‌ দেখেছিল বলিউড। বিয়ে করেছিলেন সইফ আলি খান এবং করিনা কপূর। সেই অনুষ্ঠানে খান পরিবারের তরফে কপূর পরিবারের প্রত্যেকের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা ছিল। তবে করিনার দিদি অর্থাত্ করিশ্মা কপূরের জন্য নাকি সইফ নিজে উপহার কিনেছিলেন। সম্প্রতি সে কথা জানালেন করিশ্মা স্বয়ং।

Advertisement

করিশ্মার কথায়, ‘‘বিয়ের দিন নবাব সাহেব নবাবি স্টাইলে আমাকে একজোড়া দুল দিয়েছিল। সেটা আজও আমি খুব উপভোগ করি।’’

করিনার দিদি হিসেবে নয়, ব্যক্তিগত সম্পর্ক হওয়ার আগেই ইন্ডাস্ট্রিতে সইফ-করিশ্মার বন্ধুত্ব ছিল। পারিবারিক আত্মীয়তা তৈরি হওয়ায় সেই বন্ধন আরও দৃঢ় হয়। দুই বোন অনেক সময়ই সন্তানদের নিয়ে একসঙ্গে ছুটি কাটাতে যান। বিবাহবিচ্ছেদের পর দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে কপূর পরিবারেই থাকেন করিশ্মা।

Advertisement

❤️

❤️

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, মুসলিম ছেলের সঙ্গে দিদির সম্পর্ক নিয়ে মুখ খুললেন হৃতিক

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement