বই প্রকাশের অনুষ্ঠানে রূপম ইসলাম নিজস্ব চিত্র।
সম্প্রতি সঙ্গীতশিল্পী রূপম ইসলামের দু’টি উপন্যাস প্রকাশিত হল কলকাতা প্রেস ক্লাবে। দু’টি উপন্যাস সম্বলিত এই বই প্রকাশের আগেই চাহিদা তুঙ্গে। দীপ প্রকাশনের নিবেদনে রূপমের এই বইয়ের নাম, ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’
প্রেস ক্লাবে বই প্রকাশের অনুষ্ঠানে রূপম নিজের লেখা গান গাইলেন অতিথিদের জন্য। হাততালি, উল্লাসধ্বনি শোনা গেল গায়ক, সুরকার, গীতিকারের জন্য।
এর আগে তাঁর কলমে যে লেখা মানুষ পড়েছেন, তার বিষয়বস্তু সঙ্গীত। এই প্রথম বার তিনি সঙ্গীতকে কলমের বাইরে রাখলেন। তৈরি করলেন নতুন চরিত্রের। নাম, ‘ব্রহ্ম ঠাকুর’। পলাতক মনোবিদের গল্প। যার অন্ধকার অতীত রয়েছে। গত বছর রূপম ‘চাঁদনীতে উন্মাদ একজন’ উপন্যাসটি লিখেছিলেন। সেই উপন্যাসের সঙ্গে ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’ উপন্যাসটি লিখে একটি বই হিসেবে প্রকাশ করলেন। ইতিমধ্যেই এই বইয়ের ১২০০ কপি আগে থেকেই চেয়ে রেখেছেন পাঠকরা।