Sushant Singh Rajput

গত এক মাসে আত্মঘাতী সুশান্তের আরও তিন ঘনিষ্ঠ, চাঞ্চল্যকর অভিযোগ রূপার

সবাই যখন সুশান্ত সিংহ রাজপুতের রহস্য মৃত্যুর কারণ নিয়ে দিশেহারা তখনই তাতে প্রথম আলো ফেললেন বিজেপি তারকা-নেতা রূপা গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ১৪:৪৮
Share:

রূপার দাবি, মৃত্যু রহস্যের সমাধান এক মাত্র করতে পারে সিবিআই। ছবি টুইটার থেকে নেওয়া।

সবাই যখন সুশান্ত সিংহ রাজপুতের রহস্য মৃত্যুর কারণ নিয়ে দিশেহারা তখনই তাতে প্রথম আলো ফেললেন বিজেপি তারকা-নেতা রূপা গঙ্গোপাধ্যায়। সিরিজ টুইটে তিনি দেখিয়েছেন, ১৫ মে থেকে ১৪ জুন, এক মাসের মধ্যে প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ তিন জন আত্মহত্যা করেন। চতুর্থ জন সুশান্ত নিজে।

Advertisement

এটাই কি তাহলে আসল জট? রূপার টুইট কিন্তু আঙুল রাখছে সে দিকেই। তাঁর টুইট বলছে, সুশান্তের তিন ঘনিষ্ঠ মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান আচমকাই নিজেদের শেষ করে দিয়েছেন সুশান্তের মতো করে। তালিকার শেষ জন দিশা সুশান্তের প্রাক্তন ম্যানেজার। যিনি ৯ জুন ১৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার আগে যথাক্রমে ১৫ এবং ২৬ মে গলায় ফাঁস দেন মনমীত, প্রেক্ষা।

কী কারণে একই পথের পথিক চার জন? এঁদের মৃত্যুর মধ্যে কি কোনও যোগসূত্র লুকিয়ে? জানে না কেউ। সম্ভবত মাথাতেও আসেনি প্রশাসনের।

রূপার তাই দাবি, এই রহস্য সমাধান এক মাত্র করতে পারে সিবিআই। তিনি বিশ্বাস করেন না, নিছক অবসাদে ডুবে নিজেকে এভাবে শেষ করে দিলেন ‘রাবতা’ স্টার। প্রসঙ্গত, ব্যক্তিগত সমস্যার কারণে এর আগে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ‘মহাভারত’ খ্যাত ‘দ্রৌপদী’ও।


রূপার এই টুইট ভাল সাড়া ফেলেছে সোশ্যাল পাড়ায়। নেটাগরিকদের দাবি, বিজেপি মহিলা মোর্চা সদস্য নতুন দিক তুলে আনলেন। যা হয়ত আগামী দিনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য কিনারা করতে অনেকটাই সাহায্য করবে।

Advertisement

আরও পড়ুন: কাদম্বিনীর জীবনে নতুন পুরুষ! বদলে যাবে তাঁর জীবন?

‘কাই পো চে’ অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে সম্ভবত এই প্রথম তারকা-মৃত্যু নিয়ে চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে পড়ল রাজনীতি। সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন উদ্ধব ঠাকরে, অনিল দেশমুখ, সঞ্জয় নিরুপম, নীরজ সিংহ বাবলু-এর মতো রাজনীতিবিদেরাও। রূপা সেই তালিকাকেই আরও লম্বা করলেন।

আরও পড়ুন: বিয়ের প্রথম বছরে স্বামী সৌরভের সঙ্গে কেমন করে জন্মদিন কাটাচ্ছেন জুন মাল্য?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement