Rohan Bhattacharjee-Angana Roy

সৃজলার পর অঙ্গনা, অতীত সম্পর্ক ভুলে রোহন কি নতুন প্রেমে? উত্তর দিলেন অভিনেতা

বছর দেড়েক আগে অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে সম্পর্ক ভাঙে রোহন ভট্টাচার্যের। এ বার অঙ্গনার সঙ্গে উড়তে চাইছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৮:২৯
Share:

(বাঁ দিকে) রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়। সৃজলা গুহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অভিনেতা রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায় নাকি প্রেম করছেন! এমনই গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটান তাঁরা। এ বার একই ছবিতে ধরা দিলেন রোহন-অঙ্গনা। ছবি দিয়ে অভিনেতা লিখলেন, ‘‘তোমার সঙ্গে উড়তে চাই, তোমাতেই ধরা দিতে চাই।’’ তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেতা? আনন্দবাজার অনলাইনকে জানালেন সত্যিটা।

Advertisement

বছর দেড়েক আগে অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে সম্পর্ক ভাঙে তাঁর। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২২ সালে আচমকাই ইতি টানেন সেই সম্পর্কে। পুরনো সম্পর্কের ক্ষত সারতেই কি নতুন প্রেমে জড়ালেন? রোহনের কথায়, ‘‘যে সম্পর্ক চাই না সেই সম্পর্কের ক্ষত নেই, যদি অন্য সম্পর্ক হয় তার থেকে ভাল কিছু হবে।’’

জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’তে অভিনয় করতে গিয়েই আলাপ রোহন-অঙ্গনার। তাঁর সঙ্গে প্রেম না কি নিছকই বন্ধুত্ব! রোহন বলেন, ‘‘কিছু হলে আমি নিজেই ঘোষণা করব। তবে ওর সঙ্গে সময় কাটাতে ভাল লাগে। আমার খুব ভাল লাগে ওর সঙ্গে থাকতে। আমার সঙ্গে এমনটা সচারচর হয় না, কারণ আমি খুবই লাজুক। ওঁর মতো এক জনকে কো-স্টার পেয়ে খুশি।’’ ছোট পর্দায় জুটি বেঁধেছেন তাঁরা। এ বার কি এই জুটিকে বাস্তবেও দেখা যাবে খুব শীঘ্রই! জল্পনা জিইয়ে রাখলেন রোহন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement