Rishab Shetty

মুকুটে নয়া পালক, সেরা সম্ভাবনাময় অভিনেতার পুরস্কারে সম্মানিত ঋষভ শেট্টি

অপ্রতিরোধ্য ‘কান্তারা’ তারকা ঋষভ শেট্টি। পরিচালকের মুকুটে নয়া পালক। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হলেন পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৮
Share:

সেরা সম্ভাবনাময় অভিনেতার পুরস্কারে সম্মানিত ঋষভ শেট্টি। ফাইল চিত্র।

ঋষভ শেট্টির মুকুটে নয়া পালক। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক। তবে পরিচালনার জন্য নয়, সেরা সম্ভাবনাময় অভিনেতা হিসাবে পুরস্কৃত হলেন ঋষভ শেট্টি। গত বছর মুক্তি পাওয়া অন্যতম সেরা কন্নড় ছবি ‘কান্তারা’য় পরিচালনার পাশাপাশি প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়ও। এই বছর সেই ছবির জন্যই সেরা সম্ভাবনাময় অভিনেতা হিসাবে সম্মান অর্জন করলেন ঋষভ শেট্টি। আগামী ২০ ফেব্রুয়ারি রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisement

‘কান্তারা’ ছবিতে প্রাচীন লোককথাকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। ছবি: সংগৃহীত।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কান্তারা’। কোভিড ও লকডাউন পরবর্তী সময়ে সাফল্যের নিরিখে বক্স অফিসে অনন্য নজির গড়েছে এই ছবি। প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। বক্স অফিসে ব্যবসাও করে ফেলেছে ৪০০ কোটির বেশি। গোটা দেশের দর্শক ও সমালোচকের মন জয় করেছে এই ছবি। জনপ্রিয়তার শীর্ষে থাকায় কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, হিন্দি ভাষায় ছবি়টি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। ‘কান্তারা’র অভূতপূর্ব সাফল্যের পরে ইতিমধ্যেই ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজ়ির পরের ছবির কাজে মন দিয়েছেন পরিচালক ঋষভ শেট্টি। তবে এই ছবি ‘কান্তারা’র সিক্যুয়েল নয়, সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ঋষভ। ঋষভের কথায়, ‘‘কান্তারা আসলে ছবির দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ পরের বছর মুক্তি পেতে চলেছে।’’ ২০২৪ সালে ছবি মুক্তির ঘোষণা করেছেন পরিচালক ঋষভ শেট্টি।

‘কান্তারা’ ছবিতে প্রাচীন লোককথাকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। তাঁর মতে, ‘‘কান্তারা ছবি শুট করার সময় বুঝতে পেরেছিলাম, এই কাহিনির শিকড় আরও অনেক গভীরে। সেই ইতিহাসকে দর্শকের সামনে তুলে ধরতে চাই।’’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরের ছবির চিত্রনাট্যের কাজ। ঋষভ বলেন, ‘‘চিত্রনাট্য লেখার সময় অনেক গবেষণা করতে হচ্ছে। আমরা যত গভীরে গিয়ে গবেষণা করছি, তত নতুন তথ্য আমাদের সামনে আসছে।’’ ‘কান্তারা’র চেয়েও বড় মাপে তৈরি হতে চলেছে এই ছবি, আশা পরিচালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement