Rishi Kapoor

বাবাকে শেষ দেখা দেখতে দিল্লি থেকে গাড়িতে মুম্বই পাড়ি রিধিমার

চার্টার্ড প্লেনে মুম্বই যাওয়ার অনুমতি চাইলেও তা না মেলায় গাড়ি করেই আসছেন রিধিমা। দিল্লি থেকে মুম্বইয়ের দুরত্ব ১৪০০ কিমি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৫:১৩
Share:

বাবার সঙ্গে রিধিমা।

লকডাউনের মধ্যেই বাবার সঙ্গে শেষ দেখা করতে দিল্লি থেকে মুম্বই যাচ্ছেন ঋষি কপূরের একমাত্র মেয়ে রিধিমা কপূর। বিবাহসূত্রে দিল্লিতে থাকেন তিনি।

চার্টার্ড প্লেনে মুম্বই যাওয়ার অনুমতি চাইলেও তা না মেলায় গাড়ি করেই আসছেন রিধিমা। দিল্লি থেকে মুম্বইয়ের দুরত্ব ১৪০০ কিমি। আসতে সময় লাগে প্রায় ১৮ ঘন্টা। কিন্তু উপায় কী? বাবাকে শেষবারের মতো কাছ থেকে দেখতেই এই সিদ্ধান্ত তাঁর। ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেছেন রিধিমা। তিনি লিখেছেন, "পাপা, তোমায় ভালবাসি। তুমি তো আমার সাহসী যোদ্ধা। ভাল থেকো। তোমার মুস্ক"।

Advertisement

দেখুন রিধিমার পোস্ট

Advertisement

Papa I love you I will always love you - RIP my strongest warrior I will miss you everyday I will miss your FaceTime calls everyday! Until we meet again papa I love you - your Mushk forever ❤️😢

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial) on


এ দিকে মুম্বইয়ের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই যে হাসপাতালে ঋষি ভর্তি ছিলেন সে খানে সইফকে নিয্ওয় পৌঁছে গিয়েছেন করিনা কপূর। সম্পর্কে তিনি ঋষি কপূরের ভাইঝি।

#SaifAliKhan #KareenaKapoor snapped as they arrive at the hospital today #RipRishiKapoor #mumbai #india #ManavManglani @manav.manglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on


কপূর পরিবারের হবু পুত্রবধূ আলিয়া ভট্টর গাড়িও দেখা গিয়েছে হাসপাতলের সামনে। মনে করা হচ্ছে তিনিও সে খানে রয়েছেন। যদিও কপূর পরিবারের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য এ সময় ঋষিকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই যাতে ভিড় না জমান সে আবেদনও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement