(অভিনেতা ইরফান খানের মৃত্যুর পরে আনন্দবাজার ডিজিটালকে তাঁর প্রতিক্রিয়া জানালেন নাসিরুদ্দিন শাহ।)
আমি দুঃখবোধের বাইরে। কেমন দুঃখ? বোঝাতে পারব না। প্রচন্ড রাগ হচ্ছে! জীবন এমন এক জন মানুষের সঙ্গে এ রকম খেলা খেলল যার প্রয়োজন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল। সারা ক্ষণ এই ভাবনাই ঘুরছে। আমি সত্যি জানি না, আজ আমার কী বলা উচিত? আজ মনে হচ্ছে, মৃত্যু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বহীন অধ্যায়। জীবিত অবস্থায় মানুষ যা করে সেটাই আসল। ইরফান তার এই ছোট সময়ে অনেক কিছু করেছে, যা বহু প্রজন্মের অভিনেতাদের অনুপ্রেরণা হয়ে থেকে যাবে। ‘মকবুল’-এ আমার সঙ্গে কাজ করেছিল ইরফান। ওর সংলাপ বলা ছিল আলাদা। অযথা শব্দের উপর জোর দিত না। জানতাম, ছেলেটা নিজের ক্রাফ্টটা ভাল জানে। ও আজীবন আমার এবং অন্য অনেকের আকাশেই উজ্জ্বল হয়ে থাকবে।