বাঁ দিকে স্মিতা এবং ডান দিকে রিচা।
এক ঝলক দেখলে চমকে যাবেন। স্মিতা পাতিল? নাকি রিচা চাড্ডা? কপালে লাল টিপ, নাকে মরাঠি নথ, কাজল মাখা চোখ- এ তো সেই আশির দশকে পুরুষ হৃদয়ে হিল্লোল তোলা নারী। এ ভাবেই স্মিতার সাজে সেজে অভিনব কায়দায় তাঁকে শ্রদ্ধা জানালেন রিচা চাড্ডা।
স্মিতার সঙ্গে নিজের ছবি জুড়ে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিচা। গলায় ফুলের মালা, যেন বসন্তের প্রতীক। আর স্মিতা মানেও তো এক মুঠো বাসন্তী হাওয়া। এই সাজের মধ্যে দিয়েই বেরিয়ে এল দু’জনের চেহারার আশ্চর্য মিল।
সে’কাল-এ’কালের দুই দাপুটে অভিনেতার মিল খুঁজে পেয়ে উচ্ছ্বসিত নেটাগরিকরাও। ফ্রিডা পিন্টো থেকে, অঙ্কুর ভাটিয়া কমেন্ট করেছেন হলি-বলি স্টারেরাও।
দেখুন রিচার পোস্ট
Smitten Patil 🥰🌹 . . . #RichaChadha #SmitaPatil #Bollywood #resemblance #love #RichaChadhaFans
A post shared by Richa Chadha (@therichachadha) on
১৯৭৪ সালে মরাঠি ছবি ‘গীতা’ দিয়ে অভিনয় জীবনে পা রাখেন উজ্জ্বল শ্যামবর্ণা এক মেয়ে। এসেই রাতারাতি নজর কাড়েন। টানা টানা চোখ, অসম্ভব অভিনয় দক্ষতা, ‘ফর্সা মানেই সুন্দর’ একঘেয়ে ধারণাকে নিমেষে ভেঙে দেন স্মিতা পাতিল, যাঁর অনুরাগীর সংখ্যা এখনও নেহাতই কম নয়। ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘আক্রোশ’, ‘চক্র’ তাঁর ছবির লিস্টটা বেশ লম্বা। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে শারীরিক সমস্যার জন্য বলিউড তাঁকে হারায়। সেই স্মিতাই আজ ভেসে উঠলেন রিচার সঙ্গে।