Nora Fatehi

‘নারীবাদের জন্যই সমাজ রসাতলে’, নোরার এই মন্তব্যে মুখ খুললেন রিচা

সম্প্রতি নারীবাদের বিরোধিতা করেছেন নোরা ফতেহি। এ বার সেই বিষয়ে মুখ খুললেন রিচা চড্ডা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১৮:৩০
Share:

(বাঁ দিকে) নোরা ফতেহি। রিচা চড্ডা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

লালনপালন করার দায়িত্ব শুধু মহিলাদের। তাঁদের জন্মগত প্রকৃতি এটাই। নারীবাদের বিরোধিতা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন অভিনেত্রী নোরা ফতেহি। এ বার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চড্ডা। অভিনেত্রী জানিয়েছেন, নোরার এই মন্তব্যের সঙ্গে তিনি একেবারেই সহমত নন।

Advertisement

মহিলাদের কী করা উচিত বা কী করা উচিত নয়, তা বলে দেওয়াকে সমর্থন করেন না তিনি, জানিয়েছেন রিচা। অভিনেত্রী বলছেন, ‘‘নারীবাদের একটা মজার বিষয় রয়েছে। কিছু মানুষ নারীবাদকে ঘৃণা করবে। পাশাপাশি নারীবাদের প্রতিটি সুবিধাও তারা নেবে। নারীবাদের জন্যই তাঁরা কাজ করতে পারছেন, পছন্দ মতো পোশাক পরতে পারছেন, স্বাধীন থাকতে পারছেন। নারীবাদীদের জন্যই তো আজ তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন।’’

রিচা আরও বলছেন, ‘‘আমি সত্যিই মানি না, মহিলাদের কী করা উচিত বা অনুচিত, সেগুলি এ ভাবে বলে দেওয়া যায়! আমি অবাক যে, এগুলি সত্যিই কেউ বলেছেন।’’

Advertisement

নোরা নারীবাদ সম্পর্কে বলেছেন, ‘‘আমি নারীবাদে বিশ্বাস করি না। নারীবাদ সমাজকে সম্পূর্ণ নষ্ট করেছে। বহু পুরুষেরও এর দ্বারা মগজ ধোলাই করা হয়েছে। এক জন পুরুষ যদি রক্ষক হিসেবে কাজ করতে পারেন, তা হলে মহিলারা কেন লালনপালনে ভূমিকা গ্রহণ করবেন না!’’ এই মন্তব্যের পরে সমালোচিত হন নোরা। নেটাগরিকরা কটাক্ষ করে বলেন, ‘‘নারীবাদের সুবিধা নিয়েই তিনি আজ এই জায়গায়।’’

উল্লেখ্য, সম্প্রতি একটি ওটিটি-তে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ছবি ‘হীরামন্ডি’। এই ছবিতে ‘লাজ্জো’ চরিত্রে অভিনয় করেছেন রিচা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement