Sushant Singh Rajput

সিবিআই তদন্ত চান রিয়া

সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চলাকালীন মুম্বই পুলিশ প্রথমেই রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে রিয়া যে সিবিআই-এর উপরেই আস্থা রাখতে চান, তা কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা তাঁর খোলা চিঠি থেকেই স্পষ্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০১:০৪
Share:

সুশান্তের সঙ্গে রিয়া

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আর্জি জানালেন রিয়া চক্রবর্তী। এই প্রথম প্রকাশ্যে রিয়া নিজেকে ‘গার্লফ্রেন্ড অব সুশান্ত সিংহ রাজপুত’ বলে উল্লেখ করলেন। সেই পোস্টে অমিত শাহকে অনুরোধ করে রিয়া লিখেছেন, ‘‘সুশান্তের আকস্মিক মৃত্যুর পরে এক মাস পেরিয়ে গিয়েছে। প্রশাসনের ন্যায়বিচারের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, এই বিষয়ে সিবিআই তদন্ত শুরু করা হোক। আমি শুধু এটা বুঝতে চাই, কী ধরনের চাপে পড়ে সুশান্ত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল।’’

Advertisement

সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চলাকালীন মুম্বই পুলিশ প্রথমেই রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে রিয়া যে সিবিআই-এর উপরেই আস্থা রাখতে চান, তা কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা তাঁর খোলা চিঠি থেকেই স্পষ্ট। অন্য দিকে, ইনস্টাগ্রামে আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া। সেখানে তাঁকে পরোক্ষে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে জনৈক ব্যক্তি। সুশান্তের মতো রিয়াকেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে আগেও একাধিক হুমকি ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের মুখোমুখি হয়েছেন রিয়া, তবে প্রতিবাদ করেননি। এ বার এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পাশাপাশি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থাও নিলেন রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement