Rhea Chakraborty

করোনাকালে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিয়া চক্রবর্তী

কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের বার্তা রিয়া চক্রবর্তীর। নিজের  সাধ্যমতো অন্যের মুশকিল আসান করতে চাইছেন অভিনেত্রী। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ২২:১৩
Share:

রিয়া চক্রবর্তী।

গত বছর ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর। মুহূর্তে পাল্টে গিয়েছে চেনা জীবন। তবু কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের বার্তা রিয়া চক্রবর্তীর। নিজের সাধ্যমতো অন্যের মুশকিল আসান করতে চাইছেন অভিনেত্রী।

Advertisement

ইনস্টাগ্রামে শুক্রবার একটি স্টোরি পোস্ট করেছেন রিয়া। তিনি লিখেছেন, ‘কঠিন সময় প্রয়োজন ঐক্যের। যাঁদের সাহায্য করতে পারবেন, করুন। ছোট হোক বা বড়, সাহায্য তো সাহায্যই হয়। মেসেজ করে জানান আমি যদি কোনও ভাবে আপনার সাহায্য করতে পারি। যথাসাধ্য চেষ্টা করব। নিজের খেয়াল রাখুন, স্নেহশীল হোন’। কঠিন সময় ভালবাসা এবং সাহস রাখার বার্তাও দিয়েছেন তিনি।

প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নেটমাধ্যমেই প্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল রিয়াকে। বিভিন্ন ধরনের ট্রোল, মিম, কটাক্ষ ধেয়ে এসেছিল রিয়ার দিকে। এমনকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অভিনেত্রীর পরিবার, শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিল নেটাগরিকদের একাংশ। অথচ সেই নেটমাধ্যমকে কাজে লাগিয়েই এ বার মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন রিয়া।

Advertisement

রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

সুশান্ত মৃত্যু তদন্তে হাজত বাসের পর নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন অভিনেত্রী। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। মাঝেমধ্যেই জিমের সামনে লেন্সবন্দি হন রিয়া। আগের মতো ঘনঘন না হলেও, ইনস্টাগ্রামে কম বেশি পোস্ট করেন তিনি। বলিউডের সহকর্মীদের সঙ্গেও ফের মেলামেশা শুরু করেছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement